আমার ভুবন
আমার ভুবন হল মৃণাল সেন পরিচালিত ২০০২ সালের একটি বাংলা চলচ্চিত্র। ছবিটি ভারতের একটি সম্প্রদায়কে চিত্রিত করে যেখানে দেশের বাকি অংশকে প্রভাবিত করে ব্যাপক ঘৃণা ও সহিংসতা সত্ত্বেও লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এবং ভালবাসা ভাগ করে নেয়।[১] এই ছবির জন্য মৃণাল সেন ২০০২ সালে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান।[২] চিত্রনাট্যটি আফসার আমেদের ধানজ্যোৎস্না উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
আমার ভুবন | |
---|---|
পরিচালক | মৃণাল সেন |
রচয়িতা | মৃণাল সেন, আফসার আমেদ |
কাহিনিকার | আফসার আমেদ কতৃক "ধানজ্যোৎস্না" অবলম্বনে |
শ্রেষ্ঠাংশে | নন্দিতা দাস কৌশিক সেন বিভাস চক্রবর্তী অরুণ মুখোপাধ্যায় |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
চিত্রগ্রাহক | অভীক মুখোপাধ্যায় |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পটভূমি
সম্পাদনাগল্পটি সখিনা এবং নূরের চারপাশে আবর্তিত, যারা তালাকপ্রাপ্ত। সখিনা এর পর মেহেরকে বিয়ে করেছে, যে তাকে ভালোবাসে কিন্তু তার এবং তাদের তিন সন্তানের ভরণপোষণের জন্য সংগ্রাম করছে। নূর, যিনি মধ্যপ্রাচ্যে চলে গিয়েছিলেন, ধনী ব্যক্তি হিসেবে ফিরে আসেন এবং তিনিও আবার বিয়ে করেছেন।
স্বজন হিসেবে নূর মেহের এবং সখিনাকে সহায়তা করার চেষ্টা করেন, চাকরি ও আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে। তবে উত্তেজনা সৃষ্টি হয় যখন নূর সখিনাকে একটি মূল্যবান নাকের অলঙ্কার ফিরিয়ে দেন। এই নাকের অলঙ্কারটি নূর সখিনাকে তাদের বিয়ের সময় দিয়েছিলেন, এবং যা মেহের টাকা যোগাড় করার জন্য বন্ধক রেখেছিলেন। এটি সখিনাকে অপমানিত এবং ব্যথিত অনুভব করায়।
অভিনয়শিল্পী
সম্পাদনা- নন্দিতা দাস - সখিনা
- কৌশিক সেন - মেহের
- শাশ্বত চট্টোপাধ্যায় - নুর
- বিভাস চক্রবর্তী -
- অরুণ মুখোপাধ্যায় -
সঙ্গীত
সম্পাদনাসুর ও সঙ্গীত পরিচালনা করেন দেবজ্যোতি মিশ্র।
পুরুষ্কার
সম্পাদনাকায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব:
- সেরা পরিচালক: মৃণাল সেন (জয়ী)
- সেরা অভিনেত্রী: নন্দিতা দাস (জয়ী)
গোল্ডেন পিরামিড: মনোনীত[৩]
ভারতে: আনন্দলোক পুরস্কার:
- শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী - শ্রীকান্ত আচার্য (২০০৩ সালে)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aamar Bhuvan, Tale of a Naughty Girl"। Times of India। ৬ অক্টোবর ২০০২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২।
- ↑ "'Cairo prize for Amar Bhuvan means a lot'"। The Times of India। ৩০ অক্টোবর ২০০২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২।
- ↑ "'Cairo prize for Amar Bhuvan means a lot"। টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-০১-০৩। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০১-০৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আমার ভুবন (ইংরেজি)