আমাইন্দকরাই, বা আমিঞ্জিকরাই, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অতি প্রাচীন অঞ্চল৷ ৪৮ নং জাতীয় সড়কের অংশ ইভিআর পেরিয়ার সালাই এই লোকালয়ে ওপর দিয়ে দীর্ঘায়িত৷ ১৯৪৬ খ্রিস্টাব্দে আমাইন্দকরাই মাদ্রাজ জেলার অন্তর্ভুক্ত হয় এবং ১৯৫০ ও ১৯৭০ খ্রিস্টাব্দে এখান থেকে অরুমবক্কমআন্নানগর লোকালয়দুটি পৃৃৃথক করা হয়৷ আমাইন্দকরই হয়ে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত নেলসন মানিকম রোড চেন্নাইয়ের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সড়ক৷

আমাইন্দকরাই
அமைந்தக்கரை
চেন্নাইয়ের অঞ্চল
আমাইন্দকরাই চেন্নাই-এ অবস্থিত
আমাইন্দকরাই
আমাইন্দকরাই
আমাইন্দকরাই তামিলনাড়ু-এ অবস্থিত
আমাইন্দকরাই
আমাইন্দকরাই
আমাইন্দকরাই
স্থানাঙ্ক: ১৩°০৫′ উত্তর ৮০°১৪′ পূর্ব / ১৩.০৮৩° উত্তর ৮০.২৩৩° পূর্ব / 13.083; 80.233
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
সরকার
 • শাসকচেন্নাই পুরনিগম
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০২৯
যানবাহন নিবন্ধনTN 02 (টিএন ০২)
লোকসভা নির্বাচন কেন্দ্রমধ্য চেন্নাই
বিধানসভা নির্বাচন কেন্দ্রআন্নানগর
নগর পরিকল্পনাসিএমডিএ
সিভিক এজেন্সিচেন্নাই পুরসভা
ওয়েবসাইটwww.chennai.tn.nic.in

ইতিহাস

সম্পাদনা

কুবম নদী দ্বারা বাহিত হয়ে পলি দ্বারা বঙ্গোপসাগরে তৈরী হয় ব-দ্বীপ৷ তামিল ভাষায় আমাইন্দকরাই অর্থ নবগঠিত তটভূমি তথা ব-দ্বীপ বা নদীদ্বীপ৷ ব্রিটিশ কালে এই আমাইন্দকরাই-ই আমাঞ্জিকরাইতে পরিণত হয়৷

আবার আরেকটি মত অনুসারে আমাইন্দ শব্দটি এসেছে অমঞ্জুতল থেকে যার অর্থ 'মুক্ত সম্প্রদায় পরিষেবা'৷ সম্ভবত নদীর ঘাতে পরিষেবা থেকে ছিন্ন হয়ে স্থানীয়রা প্রয়োজনীয় পরিষেবাগুলি বিনামূল্যে পেয়েছিলেন, যেখানে করাই অর্থ তীর৷[][পৃষ্ঠা নম্বর প্রয়োজন]

পরিবহন

সম্পাদনা

আমাইন্দকরাইয়ের নিকটবর্তী রেলস্টেশন হলো নুঙ্গমবক্কম রেলওয়ে স্টেশন৷

অবস্থান

সম্পাদনা

আমাইন্দকরাইয়ের উত্তর দিকে সেনাইনগর, উত্তর-পূর্ব দিকে কীলবক্কম, পূর্ব দিকে শেঠপট্টু, দক্ষিণ দিকে নুঙ্গমবক্কম, দক্ষিণ-পশ্চিম দিকে শূলাইমেড়ু, পশ্চিম দিকে অরুমবক্কম ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে আন্নানগর৷

তথ্যসূত্র

সম্পাদনা
  1. C_s_srinivasachari, C_s_srinivasachari (২০১৫-০৮-২৩)। History_Of_The_City_Of_Madras (ইংরেজি ভাষায়)। Creative Media Partners, LLC। আইএসবিএন 978-1-340-08846-0