আমজাদ খান চৌধুরী

প্রাণ-আরএফএল গ্ৰুপের প্রতিষ্ঠাতা
এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে পরীক্ষিত হয়েছিল।

আমজাদ খান চৌধুরী (১০ নভেম্বর ১৯৩৯ - ৮ জুলাই ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।[][]

আমজাদ খান চৌধুরী
জন্ম(১৯৩৯-১১-১০)১০ নভেম্বর ১৯৩৯
মৃত্যু৮ জুলাই ২০১৫(2015-07-08) (বয়স ৭৫)
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
পেশাপ্রধান নির্বাহী, প্রাণ-আরএফএল গ্রুপ
কর্মজীবন১৯৮১-২০১৫
দাম্পত্য সঙ্গীসাবিহা আমজাদ
সন্তানআজার খান চৌধুরী, আহসান খান চৌধুরী, ডা. সেরা হক, উজমা চৌধুরী

প্রারম্ভিক জীবন

আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম আলী কাশেম খান চৌধুরী ও মাতার নাম আমাতুর রহমান।[] ঢাকার নবকুমার ইন্সস্টিটিউট থেকে তার শিক্ষা জীবন শুরু । পাকিস্তান মিলিটারি একাডেমিঅস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে তিনি স্নাতক লাভ করেন।[]

কর্মজীবন

১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। মেজর জেনারেল হিসেবে আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান।[] ১৯৮১ সালে তিনি রংপুরে টিউবওয়েল তৈরির কারখানা হিসেবে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে গড়ে তোলেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, যার ব্র্যান্ড নাম প্রাণ।[]

আমজাদ খান চৌধুরী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসি), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি, পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ) প্রভৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন।[]

ব্যক্তিগত জীবন

আমজাদ খান চৌধুরী সাবিহা আমজাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] এই দম্পতির চার সন্তান রয়েছে। এর মধ্যে আহসান খান চৌধুরী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

মৃত্যু

তিনি ৮ জুলাই ২০১৫ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।[] এর আগে শারীরিক অসুস্থতার জন্যে একমাস যাবৎ তিনি যুক্তরাষ্ট্রের এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ,[১০] প্রধানমন্ত্রী শেখ হাসিনা,[১১] বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান,[১২] শোক প্রকাশ করেন।

তথ্যসূত্র

  1. "প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর ইন্তেকাল"prothom-alo.com 
  2. "প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ"দৈনিক সংগ্রাম। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  3. "প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  4. "প্রাণ ছড়ালেন সারা বিশ্বে"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  5. "পেনশনের টাকাই ছিল সম্বল"mzamin.com। ১৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫ 
  6. "প্রাণ গ্রুপের প্রাণপুরুষের চিরবিদায়"দৈনিক কালের কণ্ঠ 
  7. "প্রাণের প্রতিষ্ঠাতা আমজাদ খান মারা গেছেন"prothom-alo.com 
  8. "প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান আহসান খান চৌধুরী"ইত্তেফাক। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯ 
  9. "বাংলা নিউজ - প্রাণ-আরএফএল স্বপ্নদ্রষ্টা আমজাদ খান চৌধুরী আর নেই"banglanews24.com। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  10. "আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক"জাগো নিউজ 
  11. "আমজাদ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"banglanews24.com। ১০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫ 
  12. "আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে গভর্নরের শোক"জাগো নিউজ 

বহিঃসংযোগ