আবদ মানাফ ইবনে কুসাই

নবী মুহাম্মাদের পরদাদা ও একজন কুরাইশি
(আব্দ মানাফ ইবনে কুসাই থেকে পুনর্নির্দেশিত)

আবদ মানাফ আল মুগিরা ইবনে কুসাই ( আরবি: عَبْد مَنَاف ٱلْمُغِيرَة ٱبْن قُصَيّ ) ছিলেন একজন কুরাইশি এবং নবী মুহাম্মদ (সা) এর পরদাদা। তাঁর পিতা ছিলেন কুসাই ইবনে কিলাব ।

আবদ মানাফ আল-মুগিরাহ ইবনে কুসাই
عَبْد مَنَاف ٱلْمُغِيرَة ٱبْن قُصَيّ
কুরাইশ গোত্রের আবদ মানাফের নাম নিয়ে ক্যালিগ্রাফি
জন্ম
সমাধিজান্নাতুল মুয়াল্লা
পরিচিতির কারণমুহাম্মাদ (সাঃ) এর পূর্বসূরী
দাম্পত্য সঙ্গীআতিকাহ বিনতে মুররাহ আল-হুলালিইয়া

রায়তা বিনতে কুয়াইব আল-ছাকাফিইয়া

ওয়াকিদাহ বিনতে আমর আল-কুরাইসিয়া আল-আমিরিয়া
সন্তাননাওফাল ইবনে আবদ মানাফ (পুত্র)

হাশিম ইবনে আবদ মানাফ (পুত্র)
মুত্তালিব ইবনে আবদ মানাফ (পুত্র)
আবদ ইবনে আবদ মানাফ (পুত্র)
আবদ-আল-আমর ইবনে আবদ মানাফ (পুত্র)
সুফিয়ানা বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
তুমাদির বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
কিলাবাহ বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
হায়াহ বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
রায়তা বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
খাথমা বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া

সুফিয়ানা বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়া
পিতা-মাতাকুসাই ইবনে কিলাব (বাবা)
আত্মীয়আব্দ-আল-দার ইবনে কুসাই (ভাই)
যুহ্রাহ ইবনে কিলাব (চাচা)

আবদ মানাফ তার বাবার জীবদ্দশাতেই অনেক সুনাম কুড়িয়েছিলেন। তবে কুসাই তার প্রথম সন্তান আবদ আদ-দারকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন এবং তাঁর সমস্ত অধিকার, ক্ষমতা এবং গোত্রের কর্তৃত্ব তার মৃত্যুর অল্প সময়ের আগেই আবদে আদ-দারের কাছেই স্থানান্তর করেছিলেন। []

বাবার মৃত্যু

সম্পাদনা

কুসাইয়ের মৃত্যুর পর, আবদুল মানাফ গোত্রের উত্তরাধিকারের জন্য লড়াই শুরু করেন। তিনি তার ভাগ্নে আসাদ, তাদের চাচা জুহরাহ ইবনে কিলাব, তাদের বাবার চাচা তায়ম ইবনে মুরাহ ( বানু তেমের ), এবং আল-হারিথ ইবনে ফিহর এর সমর্থন লাভ করেন, আর আবদ আদ-দারকে তাদের চাচাতো ভাই মাখজুম, সাহম, জুমাহ, তাদের চাচা আদি এবং তাদের পরিবার সমর্থন দেয়। এই বিরোধের রেশ তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও অব্যাহত ছিল, বিশেষকরে আবদ মানাফের পুত্র হাশিমের অধীনে এবং মুহাম্মদের আগসময় পর্যন্ত মক্কার অভ্যন্তরীণ ব্যাপারে এই বিরোধ অনেক প্রভাব ছিলো। []

পরিবার

সম্পাদনা

আবদু মানাফ অনেক প্রভাবশালী গোত্রের একাধিক স্ত্রীকে বিয়ে করেছিলেন, যার মধ্যে রয়েছেন বনু কায়েস আইলানের 'আতিকা বিনতে মুররাহ ইবনে হিল্লাল ইবনে ফালিজ ইবনে জাকওয়ান ইবনে হিলাল ইবনে সা'সাহ ইবনে মুয়াবিয়া ইবনে বকর ইবনে হাওয়াযিন আল-হিলালিয়া', বনু বকর ইবনে হাওয়াযিন এর হিলাল, তায়েফের রায়তাহ এবং ওয়াকিদা বিনতে আমর।

কুরাইশদ গোত্রের উৎস

সম্পাদনা

আবদ মানাফের তিনজন স্ত্রী ছিল:

১। আতিকাহ বিনতে মুররাহ আল-হালালিয়া

  • ক। মুত্তালিব ইবনে আবদ মানাফ, বনু মুত্তালিবের প্রতিষ্ঠাতা / পূর্বপুরুষ
  • খ। আমর-উল-উলা / হাশিম ইবনে আবদ মানাফ, বনু হাশিমের প্রতিষ্ঠাতা / পূর্বপুরুষ
  • গ। আবদ শামস / কায়স-আল-উলা ইবনে আবদ মানাফ, বনু আবদুল শামসের প্রতিষ্ঠাতা / পূর্বপুরুষ
  • ঘ। তুমাদির বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়্যা
  • ঙ। কিলাবাহ বিনতে আবদ মানাফ আল কুরাইশিয়্যা
  • চ। হায়াহ বিনতে আবদ মানাফ আল-কুরাইশিয়্যা
  • ছ। রায়তা বিনতে আবদ মানাফ আল-কুরাইশয়্যা
  • জ। খাথমা বিনতে আবদ মানাফ আল কুরাইশয়্যা
  • ঝ। সুফিয়ানাহ বিনতে আবদ মানাফ আল-কুরাইয়্যা

২। রায়তা বিনতে কু‘আইব আল-থাকাফিয়্যা

  • ক। আবদ ইবনে আবদ মানাফ
  • খ। আবদ-আল-আমর ইবনে আবদ মানাফ
 
পারস্য রাজাদের নাম যেমন ১। ইয়েযদেগার্দ; ৩ স্যাসানিদ রাজার নাম। ২। কুরাইশি গোত্রের আবদ মানাফ, মুহাম্মদ (সা) এর দাদা। ৩। হরমুজ; ৫ স্যাসানিদ রাজার নাম।

৩। ওয়াকিদা বিনতে আমর আল-কুরাইশিয়া আল-আমিরিয়া

  • নওফাল ইবনে আবদ মানাফ, বনু নওফালের প্রতিষ্ঠাতা / পূর্বপুরুষ

মৃত্যু এবং সমাধি

সম্পাদনা

আবদু মানুফের কবর মক্কার জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে পাওয়া যায়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Lings, Martin (১৯৮৩)। Muhammad: His Life Based on the Earliest SourcesGeorge Allen & Unwin। পৃষ্ঠা 6–7। আইএসবিএন 0946621330 
  2. Armstrong, Karen (২০০১)। Muhammad: A Biography of the Prophet। Phoenix। পৃষ্ঠা 66আইএসবিএন 0946621330 

বহিঃসংযোগ

সম্পাদনা