আব্দুল মান্নান (বগুড়ার রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

আব্দুল মান্নান (১৯ ডিসেম্বর ১৯৫৩ – ১৮ জানুয়ারি ২০২০) বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[]

আব্দুল মান্নান
বগুড়া-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ জানুয়ারি ২০০৮ – ১৮ জানুয়ারি ২০২০
পূর্বসূরীকাজী রফিকুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৩-১২-১৯)১৯ ডিসেম্বর ১৯৫৩
হিন্দুকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৮ জানুয়ারি ২০২০(2020-01-18) (বয়স ৬৬)
ল্যাব এইড হাসপাতাল, ঢাকা
নাগরিকত্বপূর্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসাহাদারা মান্নান
সন্তানসাখাওয়াত হোসেন
মালিহা মান্নান
শিক্ষাস্নাতকোত্তর
পেশাব্যবসা
ধর্মইসলাম

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

পেশায় ব্যবসায়ী আব্দুল মান্নান রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

আব্দুল মান্নান ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বগুড়া-১ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আশির দশকের গোড়ার দিকে তিনি সরাসরি যুক্ত হন ঢাকার ছাত্র রাজনীতির সঙ্গে। অতঃপর ১৯৮৩-৮৫ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ছাত্র রাজনীতি শেষে তিনি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে। প্রথমে সহ-প্রচার সম্পাদক, পরে প্রচার সম্পাদক এবং অতঃপর সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি এই গৌরবময় সংগঠনটির নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত। [][][]

মৃত্যু

সম্পাদনা

আব্দুল মান্নান ২০২০ সালের ১৮ জানুয়ারি ৬৬ বছর বয়সে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আব্দুল মান্নান, বগুড়া-১। "Constituency 35_10th_Bn"। ২০১৮-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৩ 
  2. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদ। ৩১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  3. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "কে কোন আসন থেকে জয়ী হলেন"আরটিভি। ৩১ ডিসেম্বর ২০১৮। ১৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  5. "বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 
  6. "বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই"কালের কণ্ঠ। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 
  7. "সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই"জাগোনিউজ২৪.কম। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০ 

বহি:সংযোগ

সম্পাদনা