আব্দুল কালাম দ্বীপ
আব্দুল কালাম দ্বীপটি ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গপোসাগরে অবস্থিত।[১] এই দ্বীপের পূর্ব নাম ছিল "হুইলার দ্বীপ"। এটি ঊড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ৯৩ কিলোমিটার ও কলকাতা থেকে ২৬০ নটিকাল মাইল দূরে অবস্থিত। এই দ্বীপ থেকেই ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
ভূগোল | |
---|---|
অবস্থান | বঙ্গোপসাগর |
স্থানাঙ্ক | ২০°৪৫′ উত্তর ৮৭°০৫′ পূর্ব / ২০.৭৫° উত্তর ৮৭.০৮° পূর্ব |
আয়তন | ১.৬ বর্গকিলোমিটার (০.৬২ বর্গমাইল) |
দৈর্ঘ্য | ২ কিমি (১.২ মাইল) |
প্রশাসন | |
প্রদেশ | ওড়িশা |
জেলা | ভদ্রক জেলা |
নামকরণ
সম্পাদনাআব্দুল কালাম দ্বীপের পূর্বের নাম ছিল হুইলার দ্বীপ। এই দ্বীপেই ভারত সরকার ভারতের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তলে। এই দ্বীপ থেকেই বিজ্ঞানি আব্দুল কালামের নেতৃত্বে ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নির উৎক্ষেপণ করা হয়। এই বিজ্ঞানি ভারতের বিভিন্ন মিসাইল নির্মাণ ও শিক্ষা প্রসারে ভূমিকা রেখেছেন। তিনি এক সময় ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। তার এই প্রভূত অবদানের জন্য হুইলার দ্বীপকে তার মৃত্যুর পড় তার নামে নামকরণ করা হয়। [২][৩]
ক্ষেপণাস্ত্র পরীক্ষা
সম্পাদনাএই দ্বীপেই আব্দুল কালামের পরিচালনায় ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি উৎক্ষেপণ করা হয়। এরপর এই দ্বীপ থেকে আকাশ ,ব্রহ্মস, পৃথী প্রভৃতি উৎক্ষেপণ করা হয়।
গ্যালারী
সম্পাদনা-
Advanced Air Defence Launch from Integrated Test Range (ITR), Wheeler Island
-
Akash Missile Launch from Integrated Test Range (ITR), Wheeler Island
আবদুল কালাম দ্বীপে উৎক্ষেপনসমূহ
সম্পাদনাউৎক্ষেপন তারিখ | মূলবিন্দু | মিসাইল | ধরন | অপারেটর | পাল্লা | |
---|---|---|---|---|---|---|
আকাশ | ||||||
২৪ মে ২০১২ ২৬ মে ২০১২ ৬ জুন ২০১২ ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ২ মে ২০১৪ ১৯ জুন ২০১৪ ১৮ নভেম্বর ২০১৪ |
ভারত | আকাশ | Surface to Air Missile (SAM) | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
২৫ – ৫০ কিমি | |
অগ্নি | ||||||
২৮ মার্চ ২০১০ ২৫ নভেম্বর ২০১০ ১ ডিসেম্বর ২০১১ ১৩ জুলাই ২০১২ ১২ ডিসেম্বর ২০১২ 8 নভেম্বর ২০১৩ 11 এপ্রিল ২০১৪ 11 সেপ্টেম্বর ২০১৪ 27 নভেম্বর ২০১৫ 22 নভেম্বর ২০১৬ 6 ফেব্রুয়ারি ২০১৮ |
ভারত | অগ্নি-I | Medium Range Ballistic Missile (MRBM) | ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
৭০০ – ১,২৫০ কিমি | |
২৩ নভেম্বর ২০০৯ ১৭ মে ২০১০ ১০ ডিসেম্বর ২০১০ ১৫ নভেম্বর ২০১১ ৩০ সেপ্টেম্বর ২০১১ ৯ অগাস্ট ২০১২ 7 এপ্রিল ২০১৩ 9 নভেম্বর ২০১৪ ২০ ফেব্রুয়ারি ২০১৮ |
ভারত | অগ্নি-II | Medium Range Ballistic Missile (MRBM) | ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
২,০০০ – ৩,০০০ কিমি | |
১২ এপ্রিল ২০০৭ ৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩ জুলাই ২০১১ ১৯ অগাস্ট ২০১২ 21 সেপ্টেম্বর ২০১২ 23 ডিসেম্বর ২০১৩ 16 এপ্রিল ২০১৫ |
ভারত | অগ্নি-III | Intermediate Range Ballistic Missile (IRBM) | স্ট্রাটেজিক ফোর্সেস কম্যান্ড প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
৩,৫০০ – ৫,০০০ কিমি | |
১৯ সেপ্টেম্বর ২০১২ 20 জানুয়ারি ২০১৪ 2 ডিসেম্বর ২০১৪ 23 ডিসেম্বর ২০১৮ |
ভারত | অগ্নি-IV | Intermediate Range Ballistic Missile (IRBM) | ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
3,000 – 4,000 কিমি | |
১৯ এপ্রিল ২০১২ ১৫ সেপ্টেম্বর ২০১৩ ৩১ জানুয়ারি ২০১৫ ২৬ ডিসেম্বর ২০১৬ ১৮ জানুয়ারি ২০১৮ 3 জুন ২০১৮ 10 ডিসেম্বর ২০১৮ |
ভারত | অগ্নি-V | Inter Continental Ballistic Missile (ICBM) | Strategic Forces Command প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
5,000 – 8,000 কিমি | |
অ্যাস্ট্রা | ||||||
6 জুলাই ২০১০ 21 May ২০১১ 21 ডিসেম্বর ২০১২ ১৯ মার্চ ২০১৫ |
ভারত | Astra | Beyond Visual Range Air to Air Missile (BVRAAM) | ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
50 – 100 কিমি | |
মাহামাস | ||||||
30 মার্চ ২০১২ 29 জুলাই ২০১২ 29 জুলাই ২০১২ 8 জুলাই ২০১৪ 21 May ২০১৮ |
ভারত Russia |
BrahMos | Supersonic Cruise Missile | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ বাহিনী ভারতীয় বিমান বাহিনী NPO Mashinostroeyenia প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
300 – 500 কিমি | |
নির্ভয় | ||||||
১২ মার্চ ২০১৩ 17 October ২০১৪ 7 নভেম্বর 2017 15 এপ্রিল 20১৯ |
ভারত | Nirbhay | Long Range All Weather Subsonic Cruise Missile | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ বাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
১,০০০ – ১,৫০০ কিমি | |
প্রহর | ||||||
21 জুলাই ২০১১ | ভারত | Prahaar | Tactical Ballistic Missile | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
150 – 200 কিমি | |
পৃথ্বী | ||||||
15 মার্চ ২০১০ 6 মার্চ ২০১১ |
ভারত | পৃথ্বী I | Short Range Ballistic Missile (SRBM) | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ বাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
150 – 200 কিমি | |
১২ October ২০০৯ 13 ডিসেম্বর ২০০৯ 27 মার্চ ২০১০ 18 জুন ২০১০ 24 সেপ্টেম্বর ২০১০ 10 ফেব্রুয়ারি ২০১১ 26 সেপ্টেম্বর ২০১১ 4 October ২০১২ 5 October ২০১২ 20 ডিসেম্বর ২০১২ ১২ অগাস্ট ২০১৩ 7 October ২০১৩ 3 ডিসেম্বর ২০১৩ 7 জানুয়ারি ২০১৪ 14 নভেম্বর ২০১৪ ১৯ ফেব্রুয়ারি ২০১৫ 23 ফেব্রুয়ারি ২০১৫ 2 জুন 2017 2 ফেব্রুয়ারি ২০১৮ 7 ফেব্রুয়ারি ২০১৮ 28 জুন 20১৯ |
ভারত | পৃথ্বী II/Dhanush | Short Range Ballistic Missile (SRBM) | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ বাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
২৫০ – ৩৫০ কিমি | |
QRSAM | ||||||
26 ফেব্রুয়ারি 20১৯ 4 অগাস্ট 20১৯ |
ভারত | QRSAM | Surface to Air Missile (SAM) | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
30 কিমি | |
সূর্য | ||||||
১২ নভেম্বর 2008 24 সেপ্টেম্বর ২০১১ |
ভারত | Shaurya | Tactical Ballistic Missile | ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌ বাহিনী ভারতীয় বিমান বাহিনী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) |
700 – 2,000 কিমি | |
এডভান্স এয়ার ডিফেন্স | ||||||
15 মার্চ ২০১০ 26 জুলাই ২০১০ 6 ডিসেম্বর 2007 6 মার্চ ২০১১ 23 নভেম্বর ২০১২ |
ভারত | এডভান্স এয়ার ডিফেন্স (AAD) Ashwin Ballistic Missile Interceptor |
এন্ডো-এটমোস্ফিয়ারিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) | 150 – 200 কিমি | |
Hypersonic Technology Demonstrator Vehicle | ||||||
১২ জুন 20১৯ | ভারত | Hypersonic Technology Demonstrator Vehicle | Unmanned Scramjet | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) | ||
পৃথ্বী এয়ার ডিফেন্স | ||||||
27 এপ্রিল ২০১৪ ১২ ফেব্রুয়ারি 20১৯ |
ভারত | পৃথ্বী এয়ার ডিফেন্স (PAD) Pradyumna Ballistic Missile Interceptor |
এক্সো-এটমোস্ফিয়ারিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) | 2000 কিমি | |
মিশন শক্তি | ||||||
27 মার্চ 20১৯ | ভারত | ASAT BMD System Modified Ballistic Missile Interceptor |
এক্সো-এটমোস্ফিয়ারিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) | 300 কিমি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wheeler Island renamed after Missile Man"। The Times of ভারত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "In tribute to india's 'Missile Man' APJ Abdul Kalam, Wheeler Island named after him"। Zee News।
- ↑ "Kalam Island inspires youth in ভারত. All ভারত youth were proud to be a person lived in this generation for only ভারত"। TNP। Hyderabad, ভারত। ৫ সেপ্টেম্বর ২০১৫।