আব্দুল ওয়াহহাব মিঞা

বাংলাদেশী বিচারক

বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা (জন্ম: ১১ নভেম্বর ১৯৫১, জামালপুর, মাদারগঞ্জ, ২ নং কডুইচুড়া, মহিষবাথান) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি যিনি বাংলাদেশের ২১-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি জনিত ও পরবর্তীতে পদত্যাগ জনিত কারণে প্রধান বিচারপতি পদ শূন্য হওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির পদে আসীন ছিলেন।[]

মাননীয় প্রধান বিচারপতি
আব্দুল ওয়াহহাব মিঞা
বাংলাদেশের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
১২ নভেম্বর ২০১৭ – ২ ফেব্রুয়ারি ২০১৮
নিয়োগদাতাবাংলাদেশের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতিআবদুল হামিদ
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীসুরেন্দ্র কুমার সিনহা
উত্তরসূরীসৈয়দ মাহমুদ হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১১ নভেম্বর, ১৯৫১
মাদারগঞ্জ,জামালপুর
জাতীয়তাবাংলাদেশী
বাসস্থানঢাকা
পেশাআইন
জীবিকাআইনবিদ, বিচারক
ধর্মইসলাম

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

আব্দুল ওয়াহহাব মিঞা ১৯৫১ সালের ১১ নভেম্বর জামালপুর জেলার মাদারগঞ্জের মহিষবাথান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এলএল.বি সম্পন্ন করেন।

কর্মজীবন

সম্পাদনা

আবদুল ওয়াহ্হাব মিঞা ১৯৭৪ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্তি লাভ করেন। তিনি ২৪ অক্টোবর, ১৯৯৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক থেকে স্থায়ী বিচারকে উন্নীত হন ২৪ অক্টোবর, ২০০১ সালে। ২৩ ফেব্রুয়ারি, ২০১১ সালে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে উন্নীত হন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও পদত্যাগের কারণে তিনি ভারপ্রাপ্ত হিসেবে ১২ নভেম্বর, ২০১৭ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ও ১ ফেব্রুয়ারি ২০১৮ সাল পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২ ফেব্রুয়ারি, ২০১৮ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে দীর্ঘ বিচারিক জীবনের ইতি টানেন।[] ২০১৯ সাল থেকে তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
আইন দফতর
পূর্বসূরী
সুরেন্দ্র কুমার সিনহা
বাংলাদেশের প্রধান বিচারপতি
১২ নভেম্বর ২০১৭ – ২ ফেব্রুয়ারি ২০১৮
উত্তরসূরী
সৈয়দ মাহমুদ হোসেন