আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী

আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ (আরবি: عبد العزيز بن سلمان آل سعود) হলেন সৌদি রাজকীয় পরিবারের একজন সদস্য এবং রাজনীতিবিদ। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রী হিসেবে আছেন। তিনি সৌদি রাজ পরিবারের মধ্যে প্রথম জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সৌদি আরবের উপ-তেলমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে তাকে জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ
২০২১ সালে যুবরাজ আব্দুল আজিজ
জ্বালানি মন্ত্রণালয়
কাজের মেয়াদ৮ সেপ্টেম্বর ২০১৯ – বর্তমান
পূর্বসূরিখালিদ এ. আল-ফালিহ
সার্বভৌম শাসকসালমান
জ্বালানি প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ২২ এপ্রিল ২০১৭ – ৮ সেপ্টেম্বর ২০১৯
সার্বভৌম শাসকসালমান
সহকারী খনিজ তেল ও খনিজ সম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ২০০৫ – ২২ এপ্রিল ২০১৭
সার্বভৌম শাসক
খনিজ তেল ও খনিজ সম্পদ উপমন্ত্রী
কাজের মেয়াদজুলাই ১৯৯৫ – ২০০৫
সার্বভৌম শাসক
জন্ম১৯৬০ (বয়স ৬৪–৬৫)
দাম্পত্য সঙ্গীসারা বিনতে খালিদ বিন মুসাইদ বিন আব্দুল আজিজ আল সৌদ
বংশধর
পূর্ণ নাম
আব্দুল আজিজ বিন সালমান বিন আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সৌদ
রাজবংশআল সৌদ
পিতাসালমান বিন আবদুল আজিজ
মাতাসুলতানা বিনতে তুর্কি আল সুদাইরি
মাতৃশিক্ষায়তনকিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

যুবরাজ আব্দুল আজিজ ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।[][] তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের চতুর্থতম পুত্র।[] তার মা সুলতানা বিনতে তুর্কি আল সুদাইরি ২০১১ সালের জুলাই মাসে ৭১ বছর বয়সে মারা যান।[][] তার মা যুবরাজ সালমানের চাচা তুর্কি বিন আহমেদ আল সুদাইরির মেয়ে, যিনি পূর্বে আসির প্রদেশের গভর্নর ছিলেন। আব্দুল আজিজ বিন সালমান হলেন ফাহাদ বিন সালমান, আহমেদ বিন সালমান, সুলতান বিন সালমান, ফয়সাল বিন সালমান এবং হাসা বিনতে সালমানের ভাই।[]

আবদুল আজিজ বিন সালমান কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস থেকে শিল্প প্রশাসনে বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।[] তিনি ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে শিল্প প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আব্দুল আজিজ বিন সালমান কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে অর্থনৈতিক ও শিল্প গবেষণা বিভাগের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

১৯৮৭ সালে তিনি তেল মন্ত্রণালয়ের উপদেষ্টা হন। তার সময়ে তেলমন্ত্রী হিশাম নাজেরের সঙ্গে তার উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা গেছে।[][] যুবরাজ আব্দুল আজিজ ১৯৯৫ সালের জুনে উপ-তেলমন্ত্রী হিসেবে পদোন্নতি পান।[] তিনি ১৯৯৬ সালের জুনে প্রতিষ্ঠিত খনিজ তেল বিষয়ক সহকারীও নিযুক্ত হন।[] এছাড়াও তিনি জ্বালানি যৌক্তিকীকরণ কমিটির প্রধান ছিলেন।[]

যখন তিনি উপ-তেলমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তখন তাঁর মেয়াদ ২০০৫ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।[][১০] ২০১৭ সালের ২২ এপ্রিলে যখন তাকে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় তখন উপ-তেলমন্ত্রী হিসেবে তার মেয়াদ শেষ হয়।[১১] এই ভূমিকার সময়, তিনি চার বছর বন্ধ থাকার পরে দুই দেশের মধ্যে নিরপেক্ষ অঞ্চলে উৎপাদন পুনরায় শুরু করার জন্য ওপেক সদস্য কুয়েতের সাথে আলোচনায় একটি বড় সাফল্য অর্জন করেছিলেন।[১২]

৮ সেপ্টেম্বর ২০১৯ সালে তাকে জ্বালানী মন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল।[১৩]

প্রভাব

সম্পাদনা

উপ-তেলমন্ত্রী হিসাবে প্রিন্স আব্দুল আজিজকে সৌদি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হতো। কারণ তিনি সরাসরি রাজ্যের আয়ের প্রধান উৎস খনিজ তেল নিয়ে কাজ করতেন। তাকে জনপ্রিয় বলা হয় এবং তার সমর্থকরা তাকে এবং তার বাবা বাদশাহ সালমানের সমর্থন থেকে উপকৃত হয়েছে।[] বাদশাহ আবদুল আজিজের নাতি যখন দেশ শাসন শুরু করেন তখন যুবরাজ আব্দুল আজিজকে সৌদি আরবের ভবিষ্যতের অন্যতম প্রধান যুবরাজ হিসাবে বিবেচনা করা হয়েছিল।[১৪] তাকে সাবেক তেলমন্ত্রী আলী আল-নাইমির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হত।[১৫]

অন্যান্য ভূমিকা

সম্পাদনা

যুবরাজ আব্দুল আজিজ নিম্নলিখিত সংস্থাগুলির গভর্নর বোর্ডের সদস্য:[] অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজ, অক্সফোর্ড এনার্জি পলিসি ক্লাব এবং পেট্রোলিয়াম ইনস্টিটিউট। তিনি সৌদি অর্থনৈতিক সংস্থার সম্মানিত সভাপতি।[][১৬] তিনি যুবরাজ ফাহাদ বিন সালমান চ্যারিটি অ্যাসোসিয়েশন ফর রেনাল ফেইলিওর পেশেন্টস কেয়ারের সুপারভাইজার-জেনারেল।[১৭][১৮]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

আবদুল আজিজ বিন সালমান সারা বিনতে খালিদ বিন মুসাইদ বিন আবদুল আজিজের (জন্ম ১৯৬৬) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[] তাদের তিন সন্তান যুবরাজ সালমান, যুবরাজ খালিদ ও রাজকন্যা সুলতানা।[১৯]

পূর্বপুরুষ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জোসেফ এ. কেচিচিয়ান (১ ডিসেম্বর ২০১৫)। "সৌদি আরব ও আল সৌদ" (গবেষণা প্রতিবেদন)আসান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৫১–৬৬। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০ 
  2. "সৌদি আরবের উত্তরাধিকার: দৌড়বিদ, রাইডার এবং গতিশীলতা"উপসাগরীয় ব্লগ। ১৬ জুন ২০১২। ২৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. শরাফ সাবরি (২০০১)। বাণিজ্যে হাউস অফ সৌদ: সৌদি আরবে রাজকীয় উদ্যোক্তাদের একটি গবেষণা (ইংরেজি ভাষায়)। নয়াদিল্লি: আই.এস. পাবলিকেশন্স। আইএসবিএন 81-901254-0-0 
  4. "রাজকন্যা সুলতানা বিনতে তুর্কি আল সুদাইরি আর নেই"আরব নিউজ। ১ আগস্ট ২০১১। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২ [অকার্যকর সংযোগ]
  5. "রাজকন্যাকে হারিয়ে শোকস্তব্ধ রাজ্য"দ্য সিয়াসাত ডেইলি। ৩ আগস্ট ২০১১। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১২ 
  6. "যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বিন আব্দুল আজিজ"উপসাগরীয় পরিবেশ ফোরাম। ২০১২। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১২ [অকার্যকর সংযোগ]
  7. জোসেফ এ. কেচিচিয়ান (২০০১)। সৌদি আরবে উত্তরাধিকারনিউ ইয়র্ক: পালগ্রাভ ম্যাকমিলান। আইএসবিএন 9780312238803 
  8. সাইমন হেন্ডারসন (১৯৯৪)। "বাদশাহ ফাহাদের পর" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ওয়াশিংটন ইন্সটিটিউট। ১৭ মে ২০১৩ তারিখে মূল (পলিসি পেপার) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩ 
  9. "দেশীয় বিদ্যুতের ব্যবহার কমাতে চাইছে সৌদি আরব" (পিডিএফ)ওপিইসি বুলেটিন (ইংরেজি ভাষায়)। XLIV (২)। ফেব্রুয়ারি–মার্চ ২০১৩। 
  10. ওয়ায়েল মেহেদী (১ এপ্রিল ২০১৪)। "সৌদি আরবের উপ-তেলমন্ত্রী নায়েফ আল ওতাইবি"ওয়ার্ল্ড অয়েল নিউজ সেন্টার (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪ 
  11. "সৌদি রাজকীয় জারিতে নতুন নিয়োগের ঘোষণা, সরকারি কর্মচারীদের সুবিধা পুনর্বহাল"আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  12. রোজ ক্র্যাসনি; ভিভিয়ান নেরেইম (৮ সেপ্টেম্বর ২০১৯)। "সৌদি যুবরাজ আব্দুল আজিজ প্রথম রাজকীয় প্রধান তেল মন্ত্রণালয়"ব্লুমবার্গ (ইংরেজি ভাষায়)। 
  13. রানিয়া এল জামাল (৮ সেপ্টেম্বর ২০১৯)। "প্রবীণ যুবরাজকে জ্বালানিমন্ত্রী ঘোষণা করলো সৌদি আরব"রয়টার্স (ইংরেজি ভাষায়)। দুবাই। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২২ 
  14. "আল সৌদের উত্তরাধিকার চ্যালেঞ্জ"এএমইইনফো (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১২। ১৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১২ 
  15. "সৌদি যুবরাজকে 'ক্রাউন যুবরাজ' ঘোষণা করলেন যুবরাজ সালমান"আরব টাইমস (ইংরেজি ভাষায়)। রিয়াদ। ১৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৩ 
  16. "সৌদি ইকোনমিক সোসাইটির অধিবেশনে সভাপতিত্ব করলেন যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান"সামিরাদ। ১৪ নভেম্বর ২০০৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১২ 
  17. যুবরাজ ফাহাদ বিন সালমান চ্যারিটি অ্যাসোসিয়েশন ফর রেনাল ফেইলিওর পেশেন্টস কেয়ার
  18. "এইচআরএইচ যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান কিডনি রোগের বিরুদ্ধে চিকিৎসা সচেতনতা প্রচারের পৃষ্ঠপোষকতা করেন" (ইংরেজি ভাষায়)। স্বাস্থ্য মন্ত্রণালয়। ১০ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১২ 
  19. অঞ্জলি রাভাল; ডেভিড শেপার্ড (৯ জুন ২০২১)। "সৌদি তেলের দায়িত্বে থাকা যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান 'পরিকল্পিত অনিশ্চয়তায়' সাফল্য অর্জন করেছেন"ফিনান্সিয়াল পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১ 
  20. "রাজকীয় পরিবারের নির্দেশিকা"www.datarabia.com (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭