আবু সুফিয়ান (বীর প্রতীক)
আবু সুফিয়ান (১ মার্চ ১৯৪৩–২৯ ডিসেম্বর ১৯৭২) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও শ্রমিক নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।[১][২]
অধ্যাপক আবু সুফিয়ান | |
---|---|
জন্ম | ১ মার্চ ১৯৪৩ |
মৃত্যু | ২৯ ডিসেম্বর ১৯৭২ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | মন্নুজান সুফিয়ান |
পুরস্কার | বীর প্রতীক |
প্রাথমিক জীবন
সম্পাদনাআবু সুফিয়ান ১ মার্চ ১৯৪৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তার স্ত্রী মন্নুজান সুফিয়ান সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬-১৯৬৭ সালে শাহ্ মাখদুম হলের ছাত্রসংসদের ভিপি ছিলেন। পরবর্তীতে খুলনা অঞ্চলের শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম সম্পাদক ও ৪২টি ট্রেড ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে ভূমিকা
সম্পাদনামুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে যান। যুদ্ধকালীন সময়ে তিনি পলতা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সরকার তাকে বীরপ্রতীক উপাধি প্রদান করে।[৩]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা১৯৭৩ সালে সরকার তাকে বীর প্রতীক সম্মাননা প্রদান করেন।[৪]
মৃত্যু
সম্পাদনাআবু সুফিয়ান ২৯ ডিসেম্বর ১৯৭২ সালে খুলনা-যশোর রোডের মহসিন মোড়ে ইসলাম ম্যানশনের অফিসে থেকে বাসায় ফেরার পথে দুর্বিত্তের গুলিতে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ দৈনিক প্রথম আলো, "তোমাদের এ ঋণ শোধ হবে না" | তারিখ: ১৪-১১-২০১১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রহন্থ। জনতা ব্যাংক লিমিটেড। জুন ২০১২। পৃষ্ঠা ১৪০। আইএসবিএন 9789843351449।
- ↑ মতিউর রহমান (২০১৫)। সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে। ঢাকা, বাংলাদেশ: প্রথমা প্রকাশন। পৃষ্ঠা ২০৭। আইএসবিএন 9789849120216।
- ↑ স্মরণীয় স্মারক গাঁথা, তারিখঃ ২৪-১২-২০১২।
পাদটীকা
সম্পাদনা- এই নিবন্ধে দৈনিক প্রথম আলোতে ১৩-০২-২০১২ তারিখে প্রকাশিত তোমাদের এ ঋণ শোধ হবে না প্রতিবেদন থেকে লেখা অনুলিপি করা হয়েছে। যা দৈনিক প্রথম আলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার-এলাইক ৩.০ আন্তর্জাতিক লাইসেন্সে উইকিপিডিয়ায় অবমুক্ত করেছে (অনুমতিপত্র)। প্রতিবেদনগুলি দৈনিক প্রথম আলোর মুক্তিযুদ্ধ ট্রাস্টের পক্ষে গ্রন্থনা করেছেন রাশেদুর রহমান (যিনি তারা রহমান নামেও পরিচিত)।