আবু বকর ছিদ্দিক
বাংলাদেশী রাজনীতিবিদ
আবু বকর ছিদ্দিক বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন কিশোরগঞ্জ-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
আবু বকর ছিদ্দিক | |
---|---|
কিশোরগঞ্জ-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | জিল্লুর রহমান |
উত্তরসূরী | আব্দুল লতিফ ভূঁইয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কিশোরগঞ্জ জেলা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
প্রাথমিক জীবন
সম্পাদনাআবু বকর ছিদ্দিক কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআবু বকর ছিদ্দিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভৈরব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৭৪ ও ১৯৮৪ সালে তিনি ভৈরব পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |