আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব
বনু হাশিম গোত্রের নেতা ও নবী মুহাম্মাদের চাচা
(আবু তালিব থেকে পুনর্নির্দেশিত)
আবু তালিব ছিলেন নবী মুহাম্মাদ -এর আপন চাচা[২] এবং খলিফা আলী ইবন আবী তালিব-এর বাবা। আবু তালিব কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গোত্রের একজন প্রবীণ ও সম্মানিত নেতা। নবী মুহাম্মদ নবুয়াতকালীন সময়ে তিনি গোত্রীয়ভাবে তার সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন।
জন্ম | আব্দুল মানাফ[১] অথবা ইমরান আনু. ৫৪৯ খ্রিষ্টাব্দ |
---|---|
মৃত্যু | আনু. ৬২০ খ্রিষ্টাব্দ |
সমাধি | জান্নাতুল মওলা |
পরিচিতির কারণ | মুহাম্মদ (সঃ) এর চাচা |
দাম্পত্য সঙ্গী | ফাতিমা বিনতে আসাদ |
সন্তান | তালিব আকিল জাফর আলী ফাকিতাহ্ যুমানাহ্ রাইতাহ্ |
পিতা-মাতা | আব্দুল-মুত্তালিব ফাতিমা বিনতে আমর |
আত্মীয় | আজ-যুবায়ের (ভাই) আব্দুল্লাহ (ভাই) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Abu-Talib (a.s.) The Greatest Guardian of Islam"। duas.org। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৩।
- ↑ Ibn Sa'd, Al-Tabaqat al-Kobra, Vol. 1, P. 93