আবু জাফর মোহাম্মদ সালেহ

আবু জাফর মোহাম্মদ সালেহ (১৯১৫ - ১৩ ফেব্রুয়ারি ১৯৯০) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব। সাধারণ্যে তিনি ছারছীনার পীর হিসাবেই অধিক পরিচিত।[] তিনি ছারছিনা দরবার শরীফের ২য় পীর ছিলেন।[] ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।[] শিক্ষায় অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৮০ সালে তাকে “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[]

ছারছিনার পীর

আবু জাফর মোহাম্মদ সালেহ
আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯১৫
ছারছিনা গ্রাম, পিরোজপুর জেলা, বরিশাল
মৃত্যু১৩ ফেব্রুয়ারি ১৯৯০
সমাধিস্থলদরবার শরীফ, পিরোজপুর জেলা
ধর্মইসলাম
পিতামাতা
আখ্যাসুন্নি
যে জন্য পরিচিতইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন
ইবতেদায়ী শিক্ষা আন্দোলন
মুসলিম নেতা
পূর্বসূরীনেছারউদ্দীন আহমদ
উত্তরসূরীশাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ
যার দ্বারা প্রভাবিত
যাদের প্রভাবিত করেন
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (১৯৮০)

পুরস্কার ও সম্মাননা

শিক্ষা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৮০ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[][][] হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয় তাকে।[]

সমালোচনা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন তিনি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার কথা বিভিন্ন সরকারি নথিতে লিপিবদ্ধ রয়েছে; “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র” (৮ম খন্ড) এবং “একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়” গ্রন্থদ্বয়ে তার অপরাধের প্রত্যক্ষ বিবরণ দেয়া আছে।[] ১৯৭২ সালের দালাল আইনে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমা ঘোষণার পর তিনি মুক্তি পান।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মুক্তিযুদ্ধে শর্ষীনার পীরের ভূমিকা: প্রতিবেদক শওকত মিল্টনকে প্রাণনাশের হুমকি"প্রিয়ডটকম অনলাইন। ২০১৫-০৪-১৫। ২০১৫-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. রিপোর্টার, স্টাফ। "ছারছীনার পীর শাহ আবু জাফর ছালেহ (রহ.) মৃত্যুবার্ষিকী আজ"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৩ 
  3. "বিতর্কিতদের স্বাধীনতা পুরস্কার বাতিল হচ্ছে"কালেরকন্ঠ অনলাইন। ২০১৬-০৭-০৭। 
  4. "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৭-০৯-০৯। ২০১৭-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  6. "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  7. "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৭ 
  8. Nurul, Momen (১৯৮০)। Bangladesh, the First Four Years: From 16 December 1971 to 15 December 1975। Bangladesh Institute of Law & International Affairs। ওসিএলসি 499570532