আবু উমামাহ আল-বাহিলি

আবু উমামাহ বা সুদাই ইবনে আজলান ইবন ওয়াহহাব বা আবু উমামাহ আল-বাহিলি (৭০০ খ্রিঃ, সিরিয়া) ছিলেন মুহাম্মাদ -এর একজন সাহাবী।

জন্ম ও পরিচয়

সম্পাদনা

আবু উমামা একজন বিশিষ্ট হাদিস বর্ণনাকারী সাহাবা। যিনি মুহাম্মাদ এর মৃত্যু পরবর্তী সময়ে সিরিয়াতে স্থানান্তর হয়ে এবং সেখানে স্থায়ী বাসিন্দা হয়েছিলেন। তিনি আলী -এর সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সিরিয়াতে স্থায়ী হন। সহিহ বুখারি ও মুসলিমের ২৫০ টি হাদিসের সাথে তার সংযুক্ততা পাওয়া যায়।

মৃত্যু

সম্পাদনা

আবু উমামা ৮১ হিজরিতে ৭০০ খ্রিষ্টাব্দে সিরিয়ার হোমস নগরীতে মৃত্যু বরণ করেন। তিনি সিরিয়াতে মৃত্যুবরণকারী শেষ সাহাবী ছিলেন।