আবুল হাসনাত আব্দুল হাই
আবুল হাসনাত আব্দুল হাই (অজানা – ১২ অক্টোবর ২০১০) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি তৎকালীন সিলেট-৪, সিলেট-৫ ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
আবুল হাসনাত আব্দুল হাই | |
---|---|
সিলেট-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
সিলেট-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ১৯৭৯ – ৩ মার্চ ১৯৮৮ | |
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | |
উত্তরসূরী | কলিম উদ্দিন আহমেদ মিলন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | অজানা ভাতগাঁও, ছাতক,সুনামগঞ্জ |
মৃত্যু | ১২ অক্টোবর ২০১০ সুনামগঞ্জ |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
সম্পর্ক | আব্দুল হক (ভাই) |
পিতামাতা | আব্দুল ওয়াহি (পিতা), মাহেবুন নেছা (মাতা) |
প্রাথমিক জীবন
সম্পাদনাআবুল হাসনাত আব্দুল হাই তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার ছাতক থানাধীন ভাতগাঁও গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মৌলভী আব্দুল ওয়াহিদ ও মাতা মাহেবুন নেছা । তার বড় ভাই মৃত আব্দুল হক ছিলেন রাজনীতিবিদ ও স্বাধীনতা যুদ্ধের সংগঠক।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআব্দুল হাই ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৪ আসন থেকে সংসদ স দস্য নির্বাচিত হন।[১]
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তিনি তৎকালীন সিলেট-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
জাতীয় পার্টিতে যোগদিয়ে তিনি ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সুনামগঞ্জ-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩]
মৃত্যু
সম্পাদনাআবুল হাসনাত আব্দুল হাই ১২ অক্টোবর ২০১০ মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটায় বার্ধক্যজনিত কারণে তিনি সুনামগঞ্জ শহরের পুরনো বাস স্টেশনের বাসায় মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ BanglaNews24.com। "সাবেক সাংসদ আবুল হাসনাত মো. আব্দুল হাই মারা গেছেন"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৬।