আবুল বাশার (লেখক)
ভারতীয় লেখক
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
আবুল বাশার একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি পশ্চিমবঙ্গের, মুর্শিদাবাদ জেলার হামারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাশার বামপন্থী ও ধর্মনিরপেক্ষতার জন্য পরিচিত। সাধারণ মানুষের জীবনকে তিনি তাঁর সাহিত্যে বিশেষ ভাবে স্থান দিয়েছেন।
আবুল বাশার | |
---|---|
জন্ম | হামারপুর, মুর্শিদাবাদ | ১ জানুয়ারি ১৯৫১
পেশা | লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | ভারত |
শিক্ষা | কোলকাতা বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | আনন্দ পুরস্কার |
বইগুলি
সম্পাদনাতার বই ভোরের প্রসূতি অবলম্বনে ২০১৯ সালে সিতারা চলচ্চিত্রটি মুক্তি পায়।[১] তার রচিত গ্রন্থগুলোর মাঝে উল্লেখযোগ্য হল:
- ফুল বউ
- ভোরের প্রসূতি
- সুরের সম্পান
- জল মাটি আগুনের উপাখ্যান
- ধর্মের গ্রহণ
- ভোর পেটি তারা
- অগ্নিবলাকা
- স্পর্শের বাইরে