আবুল বাশার কৃষি কলেজ

আবুল বাশার কৃষি কলেজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীনে পরিচালিত একটি কলেজ। এটি রাজধানী ঢাকার অনতিদূরে অবস্থিত ঐতিহ্যবাহী ধামরাই উপজেলায় অবস্থিত।[]

আবুল বাশার কৃষি কলেজ
অবস্থান
রঘুনাথপুর, ধামরাই, ঢাকা

,
১৩৪৫

তথ্য
ধরনবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
নীতিবাক্যজ্ঞান দক্ষতা চরিত্র
প্রতিষ্ঠাকাল২০০৩
প্রতিষ্ঠাতাকৃষিবিদ এ.এম.এম. সালেহ
কলেজ কোড৫০১২৮
সভাপতিউপজেলা নির্বাহী কর্মকর্তা, ধামরাই, ঢাকা।
অধ্যক্ষনুরুল ইসলাম (ভারপ্রাপ্ত)
শিক্ষকমণ্ডলী23
ওয়েবসাইটabkc.edu.bd []

ইতিহাস

সম্পাদনা

২০০২ সনের ডিসেম্বর মাসে কলেজটি প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়, অতপর ১৩ সেপ্টম্বর ২০০৩ সনে বাংলাদেশ কারিগরি শিক্ষা র্বোড কলেজটিকে একাডেমিক র্কাযক্রম পরিচালনার জন্য স্বীকৃতি প্রদান করে । ফলে ২০০৩-২০০৪ সেশনে ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে কলেজটি যাত্রা শুরু করে ।

অবস্থান

সম্পাদনা

ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের রঘুনাথপুরে অত্র কলেজ অবস্থিত।

প্রতিষ্ঠানের বর্ণনা

সম্পাদনা

ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে এস এইচ এম আবুল বাশারের স্মরণে কনিষ্ঠ ভাই বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউশন এর সাবেক সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ কলেজটি প্রতিষ্ঠা করেন।

কলেজটি ৩৩২.১ শতাংশ বিস্তীর্ণ সমতল ভূমির উপর প্রতিষ্ঠিত । দুইটি তিন তলা এবং একটি এক তলা বিশিষ্ঠ পাকা ভবন এবং দুই টি টিনশেড বিল্ডিং এই মোট ৫টি ভবনে প্রশাসনিক ও একাডেমিক কার্যকম প্ররিচালিত হয় । আবাসিক ছাত্রদের জন্য ১টি টিনশেড বিল্ডিং ছাত্রাবাস হিসেব ব্যবহার হয় । ছাত্র/ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য রয়েছে নার্সারী এবং পুকুর । কলেজটিতে কৃষি ও ফিশারীজ এই দুইটি কারিগরি ট্রেডে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকগণ পাঠদান করিয়ে থাকে ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ধামরাই উপজেলার ওয়েবসাইটে আবুল বাশার কৃষি কলেজ"। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "আবুল বাশার কৃষি কলেজের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট"। ২০২৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা