আবার অরণ্যে দিন রাত্রি
সুমন মৈত্র পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র
আবার অরণ্যে দিন রাত্রি ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন সুমন মৈত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, রূপসা মুখোপাধ্যায় ও আলিভিয়া সরকার ।[১] চলচ্চিত্রটি ২০২৪ সালের ৫ই এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২][৩]
পটভূমি
সম্পাদনানন্দিনী তাঁর বন্ধু, এনাক্ষী, স্বেতা এবং মিথিকে তাদের ভ্লগ, 'মুসাফিরানা'-এর জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে ঘুরতে নিয়ে যায়। সবুজ ল্যান্ডস্কেপ এবং মনোরম রন্ধনপ্রণালীর মধ্যে, তাঁরা ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং নিজেদের মধ্যে গভীর সংযোগ তৈরি করে। জঙ্গলের গভীরতার মধ্যে বাস্তবতা ঝাপসা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা নিজেদের একটি নতুন দিক আবিস্কার করে।[১]
অভিনয়শিল্পী
সম্পাদনা- পায়েল সরকার - নন্দিনী
- রূপসা মুখোপাধ্যায় - এনাক্ষী
- আলিভিয়া সরকার - মিঠি
- তনিমা সেন - মা
- পার্থ সারথি দেব
- যুক্তা রক্ষিত
- আরিয়ান ডি রায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Abar Awronne Din Ratri: এবার সময় বন্ধুত্বের! গল্প শোনাবে 'আবার অরণ্যে দিন রাত্রি'..."। Zee24Ghanta.com। ২০২৪-০৩-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬।
- ↑ "abar-arownne-din-ratri"। Bookmyshow। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৪।
- ↑ Ananda, A. B. P. (২০২৪-০৩-২২)। "চার বন্ধুর উত্তরবঙ্গ সফরের সঙ্গী হবেন দর্শক, প্রকাশ্যে 'আবার অরণ্যে দিন রাত্রি' ট্রেলার"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৬।