আবরার আলভী
ভারতীয় অভিনেতা
আবরার আলভী (জন্মঃ ১৯২৭-মৃত্যুঃ ২০০৯) একজন চিত্রনাট্যকার, অভিনেতা ও পরিচালক। তিনি ১৯৫০ ও ১৯৬০ এর দশকে চিত্রপরিচালক গুরু দতীর চিত্রনাট্যকার হিসাবে বহুদিন কাজ করেন। তিনি "সাহেব বিবি আউর গুলাম", পরিচালনার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। তিনি 'আর পার',"মি, এবং মিস ৫৫", "প্যায়াসা", "কাগজকে ফুল" ইত্যাদি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। এছাড়াও তিনি "লায়লা মাজনু" নাম চলচ্চিত্রে অভিনয় করেন।
আবরার আলভী | |
---|---|
জন্ম | ০১.০৭.১৯২৭ |
মৃত্যু | ১৮ নভেম্বর ২০০৯ মুম্বই |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৫৪–১৯৯৫ |
পুরস্কার
সম্পাদনা- ১০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৬২): হিন্দি শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সাহেব বিবি অর গোলাম[১]
- বিজয়ী - ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার জন্য: সাহেব বিবি অর গোলাম (১৯৬২)
মৃত্যু
সম্পাদনাআবরার আলভী পেটের জটিলতা কারণে ২০০৯ সালের ১৮ নভেম্বর মুম্বইতে ৮২ বছর বয়সে মারা যান।[২]
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনালেখক
সম্পাদনা- গুডডু (১৯৯৫) (সংলাপ) (চিত্রনাট্য)
- কসম সুহাগ কি (১৯৮৯) (সংলাপ)
- পাথ্থার দিল (১৯৮৫) (সংলাপ) (চিত্রনাট্য)
- খুদা কসম (১৯৮১) (সংলাপ) (চিত্রনাট্য)
- বিবি-ও-বিবি: মজা-চলচ্চিত্র (১৯৮১) (সংলাপ)
- হামারে তুমহারে (১৯৭৯) (সংলাপ) (চিত্রনাট্য)
- সাবচে বাড়ে রুপাইয়া (১৯৭৬) (সংলাপ) (চিত্রনাট্য)
- বারিক (১৯৭৬) (সংলাপ)
- লাইলী মজনু (১৯৭৬) (সংলাপ)
- মনোরঞ্জন (১৯৭৪) (লেখা)
- সাথী (১৯৬৮) সংলাপ)
- সংঘর্ষ (১৯৬৮) সংলাপ)
- ছোটি সে মোলাকাত (১৯৬৭) সংলাপ)
- সুরাজ (১৯৬৬ চলচ্চিত্র) (১৯৬৬) (সংলাপ)
- বাহারেন ফির ভি আয়েঙ্গে (১৯৬৬) (লেখা)
- প্রফেসর (চলচ্চিত্র) (১৯৬২) (সংলাপ) (চিত্রনাট্য)
- সাহেব বিবি অর গোলাম (১৯৬২) (সংলাপ)
- চৌদাবিন কা চাঁদ (১৯৬০)
- কাগজ কে ফুল (১৯৫৯) (সংলাপ) (চিত্রনাট্য)
- পায়সা (১৯৫৭) (সংলাপ)
- মিস্টার. & মিসেস. '৫৫ (১৯৫৫) (সংলাপ)
- আর-পার (১৯৫৪) (সংলাপ)
অভিনেতা
সম্পাদনা- লায়লা মজনু (১৯৭৬) .... (অতিথি চেহারা)
- ১২ ও'ক্লক (১৯৫৮) .... পুলিশ ইন্সপেক্টর
পরিচালনা
সম্পাদনা- সাহেব বিবি অর গোলাম (১৯৬২)
(দারার) ধারাবাহিক চিত্রনাট্য
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "10th National Film Awards"। International Film Festival of India। ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৯, ২০১১।
- ↑ "Another pillar has fallen"। ২৫ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৪।
এছাড়াও পড়ুন
সম্পাদনা- Ten Years with Guru Dutt: Abrar Alvi's journey, by Sathya Saran. 2008, Penguin, আইএসবিএন ০-৬৭০-০৮২২১-X.