আবদুল মোতালেব সরদার
আবদুল মোতালেব সরদার (ইংরেজি: Abdul Motaled Sardar; জন্ম: ১ নভেম্বর ১৯০০ ব্রিটিশ ভারতের শরীয়তপুর জেলার শখিপুর থানাধীন সরদার কান্দি গ্রামে, মৃত্যু: ৯ ডিসেম্বর ১৯৮০ নারায়ণগঞ্জ) একজন ব্রিটিশ ভারতীয় ফুটবলার ও লোকসংগীত শিল্পী ছিলেন। [১] পিতা গফুর আলি সরদার । তিনি কলকাতা মোহামেডান ক্লাবের মিড ফিল্ডার ছিলেন। ফুটবল খেলার পাশাপাশি তিনি গান লেখা, সুর করা ও পরিবেশন করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছিলেন । তার লেখা অনেক গান সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। মহাত্মা গান্ধী, পির বাদশা মিয়া, শেরে বাংলা প্রমুখ নেতাদের সামনে তিনি নিজের লেখা গান গেয়ে শুনিয়েছেন ।
আবদুল মোতালেব সরদার | |
---|---|
জন্ম | ১ নভেম্বর, ১৯০০ |
মৃত্যু | ৯ ডিসেম্বর, ১৯৮০ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৯০০-১৯৪৭) পাকিস্তানি (১৯৪৭-১৯৭১) বাংলাদেশী (১৯৭১-১৯৮০) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারতীয়(বর্তমান বাংলাদেশ) |
পেশা | খেলোয়াড় |
পরিচিতির কারণ | ব্রিটিশ ভারতীয় ফুটবলার |
সন্তান | আবদুল মোতালেব সরদারের ৬ ছেলে
১)ইমামুল হক সরদার ২)নাইমুল কবির সরদার ৩)নুরুল কবির সরদার ৪)এস এম জাকারিয়া ৫)এস এম ফেরদৌস ৬)সাইফুল আলম সরদার |