আবদুল মুহসিন আস সাদুন

রাজনীতিবিদ

আবদুল মুহসিন আস সাদুন (আরবি : عبد المحسن السعدون) (১৮৭৯ – নভেম্বর ১৩, ১৯২৯) ছিলেন একজন ইরাকি রাজনীতিবিদ।[] ১৯২২ সাল থেকে ১৯২৯ সালের মধ্যবর্তী সময়ে তিনি সর্বমোট চার দফায় ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেতৃত্বাস্থানীয় গোত্র মুনতাফিকের সদস্য ছিলেন। উসমানীয় সেনাবাহিনীতে তিনি অফিসারের দায়িত্ব পালন করেন। ইরাকে ফিরে আসার আগে তিনি সুলতান দ্বিতীয় আবদুল হামিদের সাহায্যার্থে কাজ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ইরাকে ব্রিটিশ ম্যান্ডেটের বিরোধিতা করেন।

আবদুল মুহসিন আস সাদুন
২য়, ৫ম, ৭ম ও ৯ম ইরাকের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
নভেম্বর ২০, ১৯২২ – নভেম্বর ২২, ১৯২৩
জুন ২৬, ১৯২৫–নভেম্বর ২১, ১৯২৬
জানুয়ারি ১১, ১৯২৮–এপ্রিল ২৮, ১৯২৯
সেপ্টেম্বর ১৯, ১৯২৯–নভেম্বর ১৩, ১৯২৯
সার্বভৌম শাসকপ্রথম ফয়সাল
পূর্বসূরীআবদ আল-রহমান আল-গিলানি
ইয়াসিন আল-হাশিমি
জাফর আল-আসকারি
তাওফিক আল-সুয়াইদি
উত্তরসূরীজাফর আল-আসকারি (দুইবার)
তাওফিক আল-সুয়াইদি
নাজি আল-সুয়াইদি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৭৯
মৃত্যু১৯২৯

তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে আল-সাদুন দুইটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তিতে উপনীত হন। একটি হল দ্বিতীয় ইঙ্গ-ইরাকি চুক্তি (১৯২৬)। এ চুক্তিতে স্থানীয় কুর্দিদের অধিকার রক্ষা করে কুর্দি অধ্যুষিত মসুলকে ইরাকের অংশ হিসেবে ধরে রাখার কথা বলা হয়। অপরটি হল তুরস্ক-ইরাকি চুক্তি। এতে মসুলকে ইরাকের অংশ মেনে নেয়ার শর্তে তুরস্ককে মসুল থেকে আহরিত তেলের ১০% মুনাফা প্রদানের অঙ্গীকার ছিল।

মৃত্যু

সম্পাদনা

আল-সাদুন তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন। তিনি আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nakash, Yitzhak (২০১১)। Reaching for Power: The Shi'a in the Modern Arab World। Princeton University Press। পৃষ্ঠা 87। আইএসবিএন 1400841461 
  2. Dr. Sinderson Pasha, Harry. Ten Thousand and One Nights. London: Hodder and Stoughton Press, 1973, P. 102-103.
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
আবদুর রহমান আল গিলানি
ইরাকের প্রধানমন্ত্রী
নভেম্বর ১৮, ১৯২২—নভেম্বর ২১, ১৯২৩
উত্তরসূরী
জাফর আল-আসকারি
পূর্বসূরী
ইয়াসিন আল-হাশিমি
ইরাকের প্রধানমন্ত্রী
জুন ১৯, ১৯২৫—নভেম্বর ১, ১৯২৬
উত্তরসূরী
জাফর আল-আসকারি
পূর্বসূরী
জাফর আল-আসকারি
ইরাকের প্রধানমন্ত্রী
জানুয়ারি ১৪, ১৯২৮—জানুয়ারি ২০, ১৯২৯
উত্তরসূরী
তাওফিক আল-সুয়াইদি
পূর্বসূরী
তাওফিক আল-সুয়াইদি
ইরাকের প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ১৯২৯—নভেম্বর ১৩, ১৯২৯
উত্তরসূরী
নাজি আল-সুয়াইদি