আবদুল্লাহ ইবনে আমর ইবনে গায়লান
আবদুল্লাহ ইবনে আমর ইবনে গায়লান আল-থাকাফী ( আরবি: عبدالله بن عمرو بن غيلان الثقفي ৬৭৪ সালে বসরার উমাইয়া গভর্নর ছিলেন। ৬৬৫ সালে তিনি বসরার গভর্নর আল-হারিস ইবনে আমর আল-আজদির শুরতা (অভিজাত সৈন্যদের) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যিনি জিয়াদ ইবনে আবিহির স্থলাভিষিক্ত হওয়ার আগে চার মাস মেয়াদে দায়িত্ব পালন করেন। [১] আবদুল্লাহকে খলিফা মুয়াবিয়া প্রথম নিযুক্ত করেছিলেন শা. ৬৬১–৬৮০ ) সামুরা ইবনে জুনদাবের জায়গায়। তিনি ছয় মাস দায়িত্ব পালন করেন এবং আবদুল্লাহ ইবনে হিসানকে তার শূরতার প্রধান নিযুক্ত করেন। [২] তার এক জুমার নামাজের খুতবা চলাকালীন বনু দাব্বার উপজাতিরা তাকে পাথর ছুড়ে মারে, তাকে আক্রমণকারীদের একজনের হাত কেটে ফেলার জন্য প্ররোচিত করে। অঙ্গচ্ছেদ সম্পর্কে দাব্বার অভিযোগের প্ররোচনায়, মুয়াবিয়া আবদুল্লাহর স্থলাভিষিক্ত হন যিয়াদের পুত্র উবায়দাল্লাহ ইবনে জিয়াদের সাথে। [১]
আবদুল্লাহ ইবনে আমর ইবনে গাইলান আল-সাকাফী | |
---|---|
বসরার উমাইয়া গভর্নর | |
কাজের মেয়াদ ৬৭৪–৬৭৫ | |
সার্বভৌম শাসক | মুয়াবিয়া I (শা. ৬৬১–৬৮০) |
পূর্বসূরী | সামুরা ইবনে জুনদাব |
উত্তরসূরী | উবায়দুল্লাহ ইবনে যিয়াদ |
ব্যক্তিগত বিবরণ | |
পিতামাতা | আমর ইবনে গায়লান আল-সাকাফী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Morony 1987।
- ↑ মরোনি ১৯৮৭।