আবদুর রউফ খান
আবদুর রউফ খান (২৭ জানুয়ারি ১৯৩৯–২ মে ২০২১) বাংলাদেশের মানিকগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
আবদুর রউফ খান | |
---|---|
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | লুৎফর রহমান বিশ্বাস |
উত্তরসূরী | হারুনার রশীদ খান মুন্নু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৭ জানুয়ারী ১৯৩৯ ঘোনাপাড়া, শিবালয়, মানিকগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২ মে ২০২১ বসুন্ধরা, ঢাকা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
সন্তান | দুই পুত্র |
প্রাথমিক ও পারিবারিক জীবন
সম্পাদনাআবদুর রউফ খান ২৭ জানুয়ারি ১৯৩৯ সালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মজিদ খান আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মাতা র নাম মাহমুদা বেগম। তার ছোট ভাই রেজাউর রহমান খান জানু শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা। আরেক ছোট ভাই সুলতান খান আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তার স্ত্রী মৃত মনোয়ারা সুলতানা খান অধ্যাপিকা ও মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের দুই পুত্র হলেন আতিয়ার রহমান খান ও হাবিবুর রহমান খান।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআবদুর রউফ খান মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরে উপ-আঞ্চলিক কমান্ডার ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[২]
মৃত্যু
সম্পাদনাআবদুর রউফ খান ২ মে ২০২১ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ঝাঁপ দিন: ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ঝাঁপ দিন: ক খ "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ডিসেম্বর ২০১৮। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০।
- ↑ "সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খানের ইন্তেকাল"। দৈনিক যুগান্তর। ২ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |