আবদুর রউফ খান

বাংলাদেশী রাজনীতিবিদ

আবদুর রউফ খান (২৭ জানুয়ারি ১৯৩৯–২ মে ২০২১) বাংলাদেশের মানিকগঞ্জ জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধা যিনি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

আবদুর রউফ খান
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীলুৎফর রহমান বিশ্বাস
উত্তরসূরীহারুনার রশীদ খান মুন্নু
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৭ জানুয়ারী ১৯৩৯
ঘোনাপাড়া, শিবালয়, মানিকগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২ মে ২০২১
বসুন্ধরা, ঢাকা
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তানদুই পুত্র

প্রাথমিক ও পারিবারিক জীবন

সম্পাদনা

আবদুর রউফ খান ২৭ জানুয়ারি ১৯৩৯ সালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মজিদ খান আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, মাতা র নাম মাহমুদা বেগম। তার ছোট ভাই রেজাউর রহমান খান জানু শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা। আরেক ছোট ভাই সুলতান খান আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তার স্ত্রী মৃত মনোয়ারা সুলতানা খান অধ্যাপিকা ও মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের দুই পুত্র হলেন আতিয়ার রহমান খান ও হাবিবুর রহমান খান।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

আবদুর রউফ খান মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরে উপ-আঞ্চলিক কমান্ডার ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

আবদুর রউফ খান ২ মে ২০২১ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ঝাঁপ দিন: "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. ঝাঁপ দিন: "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ডিসেম্বর ২০১৮। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০ 
  3. "সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খানের ইন্তেকাল"দৈনিক যুগান্তর। ২ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১