আফতাব উদ্দিন চৌধুরী
আফতাব উদ্দিন চৌধুরী (১ মার্চ ১৯১২ — ২৪ জুলাই ১৯৮৫) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও কূটনীতিক ছিলেন। তিনি তৎকালীন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এম এন এ) ছিলেন তিনি।[২][৩]
আফতাব উদ্দিন চৌধুরী | |
---|---|
ময়মনসিংহ-১০ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | শামসুল হক |
উত্তরসূরী | এনামুল হক |
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ১৯৬৫ – ১৯৬৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া ১ মার্চ ১৯১২ ময়মনসিংহ জেলা |
মৃত্যু | ২৪ জুলাই ১৯৮৫ | (বয়স ৭৩)
রাজনৈতিক দল | বাংলাদেশ মুসলিম লীগ |
সন্তান | আমান উল্লাহ চৌধুরী (ছেলে) |
পিতামাতা | খান আবেদ উল্যাহ চৌধুরী (পিতা), হালিমুন্নেছা চৌধুরানী (মাতা) |
প্রাথমিক জীবন
সম্পাদনাআফতাব উদ্দিন চৌধুরী ১ মার্চ ১৯১২ সালে ময়মনসিংহ জেলার ভালুকার ধামপুরে বাঙালি মুসলিম জমিদারী পরিবারে জন্মগ্রহণ করেন। খান আবেদ উল্যাহ চৌধুরী ও হালিমুন্নেছা চৌধুরানী একমাত্র পুত্র তিনি।
আফতাব উদ্দিন চৌধুরীর সন্তান আমান উল্লাহ চৌধুরী ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী।
আফতাব ১৯৪৮ সালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাআফতাব উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় মুসলিম লীগের সহ সভাপতি ও কূটনীতিক ছিলেন। তিনি ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তানের ৪র্থ জাতীয় পরিষদের সদস্য (এম এন এ) ছিলেন। চৌধুরীর প্রস্তাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি আইয়ুব খানের শাসনামলে নির্মিত হয়।
তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[১][৪]
মৃত্যু
সম্পাদনাআফতাব উদ্দিন চৌধুরী ২৪ জুলাই ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "LIST OF MEMBERS OF THE 4TH NATIONAL ASSEMBLY OF PAKISTAN FROM 1965-1969" (PDF)" (পিডিএফ)। পাকিস্তানের জাতীয় পরিষদ। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ ক খ "আফতাব উদ্দিন চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকীতে ভালুকায় কুইজ প্রতিযোগিতা"। ভালুকারখবর.কম। ২৪ জুলাই ২০২১। ১৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ "আওয়ামী লীগ ও বিএনপির ডজনেরও বেশি মনোনয়নপ্রত্যাশী"। দৈনিক জনকণ্ঠ। ১৭ মার্চ ২০২৩। ৫ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।