আফটারলাইভস
আফটারলাইভস হল আবদুলরাজাক গুরনাহ রচিত ২০২০ সালের ঐতিহাসিক উপন্যাস। এটি ২০২০ সালের ১৭ই সেপ্টেম্বর ব্লুমসবারি পাবলিশিং থেকে প্রথম প্রকাশিত হয়।[১] মাজি মাজি অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাসটিতে জার্মান অধিকৃত পূর্ব আফ্রিকায় বসবাসকারী চারটি কেন্দ্রীয় চরিত্রের গল্প বর্ণিত হয়েছে।[২][৩] ২০২১ সালের এপ্রিলে উপন্যাসটি রাজনৈতিক কল্পকাহিনীর জন্য অরওয়েল পুরস্কারের দীর্ঘ তালিকাভুক্ত হয়।[৪]
লেখক | আবদুলরাজাক গুরনাহ |
---|---|
ধরন | ঐতিহাসিক |
প্রকাশক | ব্লুমসবারি |
প্রকাশনার তারিখ | ১৭ সেপ্টেম্বর ২০২০ |
পৃষ্ঠাসংখ্যা | ২৮৮ |
আইএসবিএন | ৯৭৮-১-৫২৬৬-১৫৮৫-৫ |
পূর্ববর্তী বই | গ্র্যাভল হার্ট |
সাহিত্য সমালোচনা
সম্পাদনাউপন্যাসটি ইতিবাচক পর্যালোচনা লাভ করে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর ডেভিড পিলিং একে "সম্পূর্ণ সৌন্দর্য ও দুঃখের বই" বলে বর্ণনা করেন।[২] দ্য গার্ডিয়ান-এর এক পর্যালোচনায় মাজা মেনজিস্ট বইটিতে উপনিবেশবাদের বর্ণনামূলক বিশ্লেষণ ও মনস্তাত্ত্বিকভাবে জটিল সম্পর্কের চিত্রায়নের প্রশংসা করেন, তবে তিনি মনে করেন এর সমাপ্তি খুব দ্রুত হয়েছে। ঐতিহাসিক সংগ্রহশালা থেকে "আফ্রিকী দৃষ্টিকোণের ইচ্ছাকৃত বর্জন"-কে উল্লেখ করে তিনি এই উপসংহারে পৌঁছান যে: "আফটারলাইভাস-এ তিনি উপনিবেশবাদ ও যুদ্ধের প্রজন্ম ধরে চলে প্রভাবকে বিবেচনা করেন এবং আমাদের কাছে প্রশ্ন রাখেন যে এত ধ্বংসযজ্ঞের পর কি বাকি রয়েছে।"[৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Afterlives"। ব্লুমসবারি পাবলিশিং। ৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- ↑ ক খ পিলিং, ডেভিড (২২ অক্টোবর ২০২০)। "Afterlives by Abdulrazak Gurnah — forgotten Africa"। ফাইন্যান্সিয়াল টাইমস। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- ↑ ক্যারিংটন, ফ্রানসেস্কা (৭ অক্টোবর ২০২১)। "Afterlives by Adbulrazak Gurnah, review: love and loss in German East Africa"। দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- ↑ কোমারফোর্ড, রুথ (৯ এপ্রিল ২০২১)। "Granta and Dialogue claim multiple titles on Orwell Prize longlists"। দ্য বুকসেলার। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।
- ↑ মেনজিস্ট, মাজা (৩০ সেপ্টেম্বর ২০২০)। "Afterlives by Abdulrazak Gurnah review – living through colonialism"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১।