আফগান আরব
আফগান আরব বা আরব আফগান হলেন আরব এবং অন্যান্য মুসলিম ইসলামপন্থী মুজাহিদীন, যাঁরা সোভিয়েত-আফগান যুদ্ধের সময় অথবা পরবর্তী সময় আফগানিস্তানে সহকর্মী মুসলমানদের সোভিয়েত এবং সোভিয়েতপন্থী আফগান সরকারের সাথে লড়াইয়ে সাহায্য করতে এসেছিলেন। [১] এই স্বেচ্ছাসেবকদের আনুমানিক সংখ্যা ৮,০০০ থেকে ৩৫,০০০ বলে তখন অনুমান করা হয়েছিল।[২] [৩] [৪]
সৌদি আরবের প্রয়াত সাংবাদিক, যিনি আফগানিস্তান জিহাদ কভার করার জন্য একটি বড় আরবি মিডিয়া সংস্থার ১ম আরব সাংবাদিক, জামাল খাসোগি তাদের সংখ্যা প্রায় ১০,০০০ হবে বলে অনুমান করেছেন। [৫] মুসলিম ও আরব বিশ্বে তারা সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের নিজেদের অবদানের জন্য বীরত্বের মর্যাদা অর্জন করেছিলেন এবং দেশে ফিরে তাদের নিজেদের ও অন্যান্য সরকারের বিরুদ্ধে জিহাদ চালানোর যথেষ্ট তাৎপর্য বহন করেছিলেন ছিল।
তাদের নাম আফগান সত্ত্বেও কেউই আফগানিস্তানের অধিবাসী ছিলেন না; বরং অনেকে আরবও ছিলেন না; তবে তুর্কি বা মালয় ছিলেন। পশ্চিমে তর্কযোগ্যভাবে তাদের পদমর্যাদায় সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ওসামা বিন লাদেন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kepel, Gilles (২০২১)। Jihad: The Trail of Political Islam। Bloomsbury। পৃষ্ঠা 134। আইএসবিএন 978-1-3501-4859-8।
- ↑ Mohammed M. Hafez (মার্চ ২০০৮)। "Jihad After Iraq: Lessons from the Arab Afghans Phenomenon"। CTC Sentinel। 1 (4)। ২০১১-০৫-০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ Commins, David (২০০৬)। The Wahhabi Mission and Saudi Arabia। I.B.Tauris & Co Ltd। পৃষ্ঠা 174।
- ↑ Rashid, Ahmed, Taliban: Militant Islam, Oil and Fundamentalism in Central Asia (New Haven, 2000), p. 129.
- ↑ Peter Bergen, The Osama bin Laden I Know: An Oral History of al Qaeda's Leader, Simon and Schuster (2006), p. 41