আন্দ্রাশ শেফার
আন্দ্রাশ শেফার (হাঙ্গেরীয়: András Schäfer; জন্ম: ১৩ এপ্রিল ১৯৯৯) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিন এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৩ এপ্রিল ১৯৯৯ | ||
জন্ম স্থান | সোম্বাথেই, হাঙ্গেরি | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইউনিয়ন বার্লিন | ||
জার্সি নম্বর | ১৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২৭, ১৬ মে ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৭ সালে, শেফার হাঙ্গেরি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২২ ম্যাচে ৩টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআন্দ্রাশ শেফার ১৯৯৯ সালের ১৩ই এপ্রিল তারিখে হাঙ্গেরির সোম্বাথেইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাশেফার হাঙ্গেরি অনূর্ধ্ব-১৮ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ১৬ মে ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
হাঙ্গেরি | ২০২০ | ৪ | ০ |
২০২১ | ১১ | ৩ | |
২০২২ | ৭ | ০ | |
সর্বমোট | ২২ | ৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kader – 1. FC Union Berlin" [দল – ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন]। fc-union-berlin.de (জার্মান ভাষায়)। বার্লিন: ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।
- ↑ "1. FC Union Berlin – Bundesliga" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – বুন্দেসলিগা]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।
- ↑ "1. FC Union Berlin – Kader – Bundesliga 2022/23 – kicker" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – দল – বুন্দেসলিগা ২০২২/২৩ – কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। নুরেমবার্গ: কিকার। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- আন্দ্রাশ শেফার – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- আন্দ্রাশ শেফার – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- সকারবেসে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- বিডিফুটবলে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- ইইউ-ফুটবলে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে আন্দ্রাশ শেফার (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আন্দ্রাশ শেফার (ইংরেজি)