আন্তর্জাতিক প্রবীণ দিবস
আন্তর্জাতিক দিবস
আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রতি বছরের ১ অক্টোবর পালন করা হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবস | |
---|---|
পালনকারী | সবাই |
তারিখ | ১ অক্টোবর |
সংঘটন | বার্ষিক |
ইতিহাস
সম্পাদনাজাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় ১৯৯০ সালে। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
বার্ষিক স্লোগান
সম্পাদনা২০১৯ সালের প্রতিপাদ্য- বয়সের সমতার পথে যাত্রা