আন্ডারহিল স্টেডিয়াম
ফুটবল ময়দান
আন্ডারহিল লন্ডনের চিপিং বার্নেটের একটি স্টেডিয়াম ছিল, যেটি ১৯০৭ থেকে ২০১৩ পর্যন্ত বারনেট ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। এর সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৬,০২৩ জন। এটি লন্ডনের সবচেয়ে ছোট ফুটবল মাঠ।
হোম অফ দ্য বিজ | |
পূর্ণ নাম | আন্ডারহিল স্টেডিয়াম |
---|---|
অবস্থান | বারনেট, লন্ডন |
মালিক | বারনেট ফুটবল ক্লাব |
ধারণক্ষমতা | ৫,৩০০ |
আয়তন | ১১৫ x ৭৫ yards |
নির্মাণ | |
নির্মিত | ১৯০৭ |
চালু | ১৯০৭ |
ভাড়াটে | |
বারনেট ফুটবল ক্লাব আর্সেনাল ফুটবল ক্লাব (অতিরিক্ত) |
২০১৮ সালের জানুয়ারীতে আন্ডারহিল ধ্বংস করা শুরু হয়েছিল। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Barnet FC ground, Underhill Stadium, begins demolition"। Epping Forest Guardian। ১৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
ফুটবল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |