আনোয়ার হোসেন (ব্যবসায়ী)

লেখালেখি

আনোয়ার হোসেন (১৯৩৮–১৮ আগস্ট ২০২১) বাংলাদেশের উদ্যোক্তা শিল্পপতি ও রাজনীতিবিদ যিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

আনোয়ার হোসেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীহারুন অর রশিদ
উত্তরসূরীমীর শওকত আলী
প্রতিষ্ঠাতা —আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
কাজের মেয়াদ
১৯৫৩ – ১৮ আগস্ট ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৮
লালবাগ
মৃত্যু১৮ আগস্ট ২০২১
রাজনৈতিক দলজাতীয় পার্টি
দাম্পত্য সঙ্গীবিবি আমেনা
সন্তান৪ মেয়ে ও ৩ ছেলে
বাসস্থানধানমন্ডি

প্রাথমিক জীবন

সম্পাদনা

আনোয়ার হোসেন ১৯৩৮ সালে ঢাকার আলমীগোলায় (লালবাগ) জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি ধানমন্ডিতে বসবাস করা শুরু করেন। তার পিতা রহিম বখ্স। তার দাদা লাক্কু মিয়া। তার স্ত্রী বিবি আমেনা। তাদের ৪ মেয়ে ও ৩ ছেলে। মেয়ে—শাহীন বেগম, সেলিনা বেগম মালা, হাসিনা বেগম রুমা ও শাহনাজ বেগম মুন্নী। ছেলে— মানোয়ার হোসেন, হোসেন মেহমুদ ও হোসেন খালেদ।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

আনোয়ার হোসেন, আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা। তাদের পারিবারিক ব্যবসার শুরু ১৮৩৪ সালে।[] শুরু করেছিলেন তার দাদা লাক্কু মিয়া (আসল নাম লাট মিয়া)। ১৯৫৩ সালে তিনি ব্যবসা শুরু করেন। ১৯৬৮ সালে আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বিমা, গাড়ি, আবাসন, অবকাঠামো, আসবাবসহ ৩৬টি পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত গ্রুপটির অধীনে কোম্পানি রয়েছে ২০টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দি সিটি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা তিনি। চার মেয়াদে দি সিটি ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি।[]

রাজনীতিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] এরশাদ সরকারের পতন হলে রাজনীতি থেকে দূরে চলে যান।[]

মৃত্যু

সম্পাদনা

আনোয়ার হোসেন ১৮ আগস্ট ২০২১ সালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. নিজস্ব প্রতিবেদক (২৯ ডিসেম্বর ২০১৮)। "ঢাকা-৮ আসনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী"জাগো নিউজ। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  3. রাজীব আহমেদ ও শুভংকর কর্মকার (২৩ ডিসেম্বর ২০১৯)। "মালা শাড়ির আনোয়ার হোসেন"দৈনিক প্রথম আলো। ১৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০ 
  4. "Heritage – Anwar Group"www.anwargroup.com। ২০২০-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ 
  5. "আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন নেই"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ আগস্ট ২০২১। ১৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১