আনোয়ার হুসাইন (রাজনীতিবিদ)
ভারতীয় রাজনীতিবিদ
সৈয়দ আনোয়ার হোসেন (জন্ম ১ এপ্রিল ১৯৪৭) ভারতের চতুর্দশ লোকসভার সদস্য ছিলেন। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত আসামের ধুবড়ী নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) রাজনৈতিক দলের সদস্য।
আনোয়ার হুসাইন | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ২০০৪ – ২০০৯ | |
পূর্বসূরী | আবদুল হামিদ |
উত্তরসূরী | বদরুদ্দিন আজমল |
নির্বাচনী এলাকা | ধুবড়ী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বঙ্গাইগাঁও, আসাম | ১ এপ্রিল ১৯৪৭
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
দাম্পত্য সঙ্গী | Syeda Afruza Begum |
সন্তান | 3 sons and 4 daughters |
বাসস্থান | ধুবড়ী |
25 September, 2006 অনুযায়ী উৎস: [১] |