আনোয়ার উল-হক আহাদি

আফগান রাজনীতিবিদ

আনোয়ার উল-হক আহাদি (আগস্ট ১২, ১৯৫১) হচ্ছেন আফগানিস্তানের একজন রাজনীতিবিদ, বর্তমানে আফগানিস্তানের যোগাযোগ ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[][] ডিসেম্বর, ২০০৪ থেকে ৫ই ফেব্রুয়ারি, ২০০৯ পর্যন্ত তিনি দেশটির

আনোয়ার উল-হক আহাদি
২০০৯ সালে আহাদি
অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
ডিসেম্বর, ২০০৪ – ফেব্রুয়ারি, ২০০৯
রাষ্ট্রপতিহামিদ কারজাই
পূর্বসূরীআশরফ গনি আহমেদজাই
উত্তরসূরীওমর জাখিলওয়াল
যোগাযোগ ও বাণিজ্য মন্ত্রী
কাজের মেয়াদ
? – ?
পূর্বসূরী?
উত্তরসূরী?
ব্যক্তিগত বিবরণ
জন্মআগস্ট ১২, ১৯৫১
সারবি, কাবুল প্রদেশ , আফগানিস্তান রাজ্য (এখনকার আফগানিস্তান)
জাতীয়তাআফগান
প্রাক্তন শিক্ষার্থীকাবুল বিশ্ববিদ্যালয় ডিগ্রী ইন ল

আমেরিকান বিশ্ববিদ্যালয় বায়রুত রাষ্ট্রবিজ্ঞানে বিবিএ এন্ড এমবিএ

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান এবং এমবিএ-তে PhD
পেশাকেন্দ্রীয় ব্যাংকার
জীবিকারাজনীতিবিদ, লেখক
ধর্মইসলাম

অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটাকে গুরুত্ব দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, দা আফগানিস্তান ব্যাংক এর প্রধানের পদ পান। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখকও।[]

প্রাথমিক জীবন

সম্পাদনা

আহাদি ১২ই আগস্ট, ১৯৫১ সালে আফগানিস্তানের কাবুল প্রদেশের, সারবিতে জন্মগ্রহণ করেন। তিনি আব্দুল হাকাস এর পুত্র, যিনি একজন পশতুয়ান এবং কাবুল প্রদেশের সারবি জেলার একজন স্থানীয় বাসিন্দা। আহাদি মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (MBA) এবং রাষ্ট্রবিজ্ঞানে Ph.D সম্পন্ন করেছেন[] নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়-এর স্নাতকোত্তর অনুষদ হতে,[] শিকাগোর উত্তরে ইভানস্টন, ইলিনয়স-এ। তিনি লেবাননে অবস্থিত আমেরিকান বিশ্ববিদ্যালয় বায়রুত থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীও নিয়েছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আহাদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে যুক্তরাষ্ট্রের নর্থফিল্ড, মিনেসটার , কারল্টন কলেজ এ অধ্যাপনা করতেন, এবং শিকাগোর কন্টিনেন্টাল ইলনার ব্যাংকিং ডিরেক্টরের পদে ১৯৮৫ থেকে ১৯৮৭ পর্যন্ত নিয়োজিত ছিলেন। তিনি প্রভিডেন্স কলেজ, প্রভিডেন্স, রোডে দ্বীপ এর একটি ক্যাথোলিক বিশ্ববিদ্যালয় এর ১৯৮৭ থেকে ২০০২ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

তালেবান সরকার অপসারণ এবং কারজাই প্রশাসন ঘটনের পর ২০০১ সালে, আহাদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, দা আফগানিস্তান ব্যাংক এর প্রধানের পদের জন্য নির্বাচিত করা হয়। তার অনেক লেখা যুক্তরাষ্ট্রের একাডেমিক জার্নাল, বইপুস্তক, এবং জনপ্রিয় দৈনিকগুলোতে রয়েছে।

রাজনৈতিক অন্তর্ভুক্তি

সম্পাদনা

আহাদি বর্তমানে আফগান সামাজিক গণতান্ত্রিক পার্টি (আফগান মিল্লাত)র নির্বাচিত নেতা।

কাজকর্ম

সম্পাদনা
  • "The Decline of the Pashtuns in Afghanistan", Anwar-ul-Haq Ahady, Asian Survey, Vol. 35, No. 7. (Jul., 1995), pp. 621–634.

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Pashtun Shinwari, সম্পাদক (ফেব্রুয়ারি ১২, ২০১১)। "Landmark Afghan-Pak trade pact goes into effect"Pajhwok Afghan News। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৩ 
  2. "Archived copy"। ২০১৪-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-১২ 
  3. "Archived copy"। ২০১০-১১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-০১ 
  4. http://www.northwestern.edu/magazine/northwestern/fall2003/features/ahady/index.htm

বহিঃসংযোগ

সম্পাদনা