আনুলুওয়াপো জুওন ওপেয়োরি
ব্যাডমিন্টন খেলোয়াড়
আনুলুওয়াপো জুওন ওপেয়োরি (ইংরেজি: Anuoluwapo Juwon Opeyori; জন্ম: ১ জুন ১৯৯৭) হলেন একজন নাইজেরীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত নাইজেরিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
আনুলুওয়াপো জুওন ওপেয়োরি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] লাগোস, নাইজেরিয়া | ১ জুন ১৯৯৭
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) |
ওজন | ৬৫ কিলোগ্রাম (১৪৩ পা) |
হাত | ডান-হাতি |
ওপেয়োরি নাইজেরিয়ার হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআনুলুওয়াপো জুওন ওপেয়োরি ১৯৯৭ সালের ১লা জুন তারিখে নাইজেরিয়ার লাগোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাওপেয়োরি নাইজেরিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয়লাভ না করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Men's Singles – Entry List by Event" [পুরুষদের একক – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "OPEYORI Anuoluwapo Juwon" [আনুলুওয়াপো জুওন ওপেয়োরি]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Group Play Summary" [পুরুষদের একক – গ্রুপ পর্বের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Event Results Summary" [পুরুষদের একক – প্রতিযোগিতার ফলাফলের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।