আধুনিক দাবা
১৯৬৮ খ্রিষ্টাব্দে গ্যাব্রিয়েল বিসেন্টে মরা দ্বারা উদ্ভাবিত আধুনিক দাবা এক ভিন্ন ধরনের দাবা খেলা বিশেষ।
বোর্ড
সম্পাদনাআধুনিক দাবা ৯ x ৯ দাবা বোর্ডে খেলা হয়। এই খেলায় প্রতি খেলোয়াড় সাধারণ দাবার প্রচলিত সমস্ত গুটি ছাড়াও দুইটি অতিরিক্ত গুটি পায়। এর মধ্যে একটি হল একটি অতিরিক্ত বোড়ে ও অপরটি হল প্রধানমন্ত্রী
নিয়ম
সম্পাদনাখেলা প্রচলিত দাবার সমস্ত নিয়ম মেনে চলে। শুধু একটি অতিরিক্ত নিয়ম প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রধানমন্ত্রী গুটিটি দাবার গজ ও ঘোড়া উভয়ের দান দিতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- প্রিচার্ড, ডেভিড (২০০৭), The Classified Encyclopedia of Chess Variants, John Beasley, আইএসবিএন 978-0-9555168-0-1
বহিঃসংযোগ
সম্পাদনা- Modern chess by Hans Bodlaender