আধুনিক চক সুপার মার্কেট

বাংলাদেশের চট্টগ্রাম শহরের চকবাজারে অবস্থিত বহুতল বিপণী কেন্দ্র

আধুনিক চক সুপার মার্কেট বাংলাদেশের চট্টগ্রাম শহরের চকবাজারে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র। [][]

আধুনিক চক সুপার মার্কেট
মানচিত্র
অবস্থাননবাব সিরাজউদ্দৌলা সড়ক, হাসমত আলী মুন্সেফ সড়ক, চকবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ
স্থানাঙ্ক২২°২১′২৭″ উত্তর ৯১°৫০′২৪″ পূর্ব / ২২.৩৫৭৪৬৭° উত্তর ৯১.৮৪০০১৭° পূর্ব / 22.357467; 91.840017
চালুর তারিখ১৬ মার্চ ১৯৮৬
তত্ত্বাবধায়কচট্টগ্রাম সিটি কর্পোরেশন
মালিকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
দোকান ও সেবার সংখ্যা১৯৮ টি
তলার সংখ্যা৬ টি

অবস্থান

সম্পাদনা

বন্দরনগরী চট্টগ্রামের প্রসিদ্ধ এলাকা চকবাজারের নবাব সিরাজউদ্দৌলা সড়ক, লালচান্দ সড়ক, তেলিপাট্টি সড়ক ও হাসমত আলী মুন্সেফ লেইনের কেন্দ্রস্থলে অবস্থিত

ইতিহাস

সম্পাদনা

আধুনিক চক সুপার মার্কেট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন বিপনী কেন্দ্র। ১৮৯০ সালে চক কোঠা নামে ইংরেজি W আকৃতির ছয় চালা বিশিষ্ট এই মার্কেট চালু হয়। কথিত আছে বৃহত্তর চট্টগ্রামে এই মার্কেট ছাড়া কোন বিয়ের বাজার সম্পন্ন হতো না। ১৯৮৩ সালে টিনশেড মার্কেট ভেঙ্গে ৬ তলা বিশিষ্ট বিপনী কেন্দ্র গড়ে তোলা হয় যা এখনো বিদ্যমান।

বিশাল আয়তনের এই বিপণী কেন্দ্রটি বৃহত্তর চট্টগ্রাম জেলার সুপ্রাচীন মার্কেট হিসাবে পরিচিত। ১৯৮৩ সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু হয় এবং ১৯৮৬ সালের ১৬ মার্চ তা সর্ব-সাধারণের জন্য খুলে দেয়া হয় । তবে কিছুটা নির্মাণ ত্রুটির কারণে ১৯৯৬ সালে এর সংস্কার কাজ শুরু করে ১৯৯৭ সালের ২১শে সেপ্টেম্বর পুনরায় খুলে দেয়া হয় ।

বর্তমান অবস্থা

সম্পাদনা

এই মার্কেটে ১৯৮টি দোকান ও বিশাল আকারের ২ টি রপ্তানিমুখী পোশাক কারখানা আছে। এই মার্কেটে শাড়ী কাপড়, থান কাপড়, সব ধরনের বস্ত্র সামগ্রী, তৈরী পোশাক, প্রসাধনী, খেলনা, উপহার সামগ্রী, জুতা ও টেইলারিং এর দোকান সহ বেশ কয়েকটি ডাক্তারের চেম্বার ও রিক্রুটিং এজেন্সী রয়েছে।

আধুনিক চক সুপার মার্কেট এর তলাভিত্তিক দোকানগুলো হল :

নীচতলা
দোকান নং দোকানসমূহের নাম
১নং খাজা ইলেকট্রনিক্স
২নং শাহরাস্তি স্টোর/চক বিতান
৩নং A/B নিউ জননী স্টোর/
৩/৪নং নুরী ক্লথ স্টোর
৫নং খাজানা স্টোর
৬নং তাওসীফ ফ্যাশন
৬নং A/B আল্লাহর দান/এ টেলিকম
৭/৮নং মিষ্টিমুখ/খাজা ক্লথ স্টোর
৯/১০নং মরিয়ম ক্রোকারিজ
১১নং মুন্নী গার্মেন্টস
১২নং ফোরকান গার্মেন্টস
১৩নং সাদিয়া ক্লথ স্টোর
১৪নং দরবার এ জেহেনী গার্মেন্টস
১৫নং আল-আকসা ক্লথ স্টোর
১৬/১৭/১৮নং কসমস স্টোর
১৯নং জিনিয়াস ক্লথ স্টোর
২০নং পায়েল ফ্যাশন
২১নং ভাই ভাই গার্মেন্টস
২২/২৩নং আয়েশা স্টোর
২৪নং আল মক্কা স্টোর
২৫নং রাজা ক্লথ স্টোর
২৬নং হাজেরা ফ্যাশন
২৭নং শাহ আমানত গার্মেন্টস
২৮নং সাজেদা গার্মেন্টস
২৯নং মুনিয়া ক্লথ স্টোর
৩০নং মরিয়ম ক্লথ স্টোর
৩১/৩২নং নূরজাহান ক্লথ স্টোর
৩৩নং বিজয় ক্লথ স্টোর
৩৪নং নূরজাহান গার্মেন্টস
৩৫নং আশফি গার্মেন্টস
৩৬/৩৭নং শাড়ীকা
৩৮নং নূর এ মদিনা স্টোর
৩৯নং দরবার এ জেহেনী ক্লথ
৪০নং সোনার তরী গার্মেন্টস
৪১নং আজমীর ক্লথ স্টোর
৪২নং তানজিলা ক্লথ স্টোর
৪৩নং ইমন ফ্যাশন
৪৪নং তাসনুভা ক্লথ স্টোর
৪৫নং এস এন কসমেটিকস
৪৬নং সিয়াম গার্মেন্টস
৪৭নং হা-মীম ফ্যাশন
৪৮নং চক স্টোর
৪৯/৫০নং ইকরা ক্লথ স্টোর
৫১নং সিকদার স্টোর
৫২নং রাবেয়া ক্লথ স্টোর
৫৩নং জে এন ফ্যাশন
৫৪নং হক স্টোর
৫৫নং সাবরিনা ক্লথ স্টোর
৫৬নং মেলা ফ্যাশন
৫৭নং হাফেজ গার্মেন্টস
৫৮নং দীপ ফ্যাশন
৫৯নং ওড়না হাউজ
৬০নং জননী ক্লথ স্টোর
৬১নং শাহেদ এন্ড ব্রাদার্স
৬২নং সানি সু'জ
৬৩/৬৪নং ইসকান্দর স্টোর
৬৫নং মোহাছেন আউলিয়া স্টোর
৬৬নং হক সু স্টোর
 
আধুনিক চক সুপার মার্কেটের একটি উপহারের দোকানের দৃশ্য
২য় তলা
দোকান নং দোকানসমূহের নাম
A১নং দোকান অনন্যা এমব্রয়ডারী
A২নং দয়াময় গার্মেন্টস
A৩নং মুক্তা টেইলার্স
১/২নং চক মেরী
৩নং মা বোরকা হাউজ
৪নং মোস্তাফিজ মাইক সার্ভিস
৫/৬নং খাজা গার্মেন্টস
৭নং নূপুর
৮নং ফুলেল এমব্রয়ডারী
৯নং স্বাধীন বুটিকস
১০নং গ্রীন স্পেস
১১নং রুমঝুম ভিডিও সেন্টার
১২নং সৃস্টি ভিডিও স্টুডিও
১৩নং আল-হেরা হোমিও ক্লিনিক
১৪নং বদি টেইলার্স
১৫/১৮নং কালাম স্টোর
১৬নং আর রহমান
১৭নং জোনাকি ট্রেডার্স
১৯নং মুনিয়া
২০নং এস কে টেইলার্স
২১নং আল মক্কা স্টোর ২
S১নং দুর্গ সাউন্ড সার্ভিস
S২নং দয়াময় ফ্যাশন
৩৭নং আল মারচুচ হজ্ব কাফেলা
৩৮নং ওয়েলকাম স্টোর
৩৯নং রঙ্গিন সুতো ফ্যাশন
৪০/৪৩নং গিফট প্লাজা সুপার
৪১নং চিটাগাং হোমিও মিশন
৪২নং এয়াকুব এন্ড সন্স
৪৪নং সুন্দরী টেইলার্স
৪৫নং আল মনসুর মেমোরি
৪৬নং পণ্ডিত নিতাই কুমার
৪৭নং এডভোকেট শাহেদুল আজম
৪৮নং শাড়ীকা হোমস্
৪৯নং ক্লাসিক টেইলার্স
৫০নং আইয়ুব এন্ড সন্স
৫১নং ডাঃ আবু নোমান
৫২নং এ্যাড ফেয়ার
৫৩নং ওয়ালটন হোমস্
৫৪নং চক বুটিকস
৫৫নং বেলাল এন্ড সন্স
৫৬নং এস বি এমব্রয়ডারী
৫৭নং ওয়ালটন
৫৮/৫৯/৬০নং ওয়ালটন
৬১নং এ জি বি কিচেন
৬২নং আল মারচুচ ট্রাভেলস
৬৩নং আলমাস হোমিও হল
৬৪নং স্মাইল ডেন্টাল হেলথ কেয়ার
৬৫/৬৬নং মানবসেবা
৩য় তলা
দোকান নং দোকানসমূহের নাম
B/১নং /২নং পাইওনিয়ার কোচিং
B/৩নং দোকান ড্রীম ট্রাভেলস
১নং নাসির টেইলার্স
২নং আম্বর শাহ
৩নং সালমা জুয়েলার্স
৪নং স্মৃতি টেইলার্স
৫নং মোস্তাফিজ সাউন্ড সার্ভিস
৬নং যুব কল্যাণ সংস্থা
৭নং ট্রিল ব্যান্ড সার্ভিস
৮নং কেবল ভিশন
৯নং হ মৌ মোঃ আলী এন্টাঃ
১০নং আবহ কোচিং সেন্টার
১১নং জমজম ট্রাভেলস
১২নং রিডার কোচিং সেন্টার
১৩নং হিরো এন্টারপ্রাইজ
১৪নং ম্যারেজ মিডিয়া
১৫/১৮নং গিটার হল সেন্টার
১৬নং উদ্ভাস কোচিং সেন্টার
১৭নং মরিয়ম'স
১৯/২০নং রেক্স হিলিং রিসার্চ
২১নং তামিম ট্রেডার্স
২২নং লাইট এন্ড সাউন্ড
২৩নং তাবাসসুম
২৪নং আয়নাপরী
২৯নং টুডে'স কালেকশন
৩০নং সৈকত ইন্টারন্যাশনাল
৩১নং মোহনা
৩২নং সাগর এন্টারপ্রাইজ
৩৩নং নাইস কেবল সার্ভিস
৩৪নং নুআনি
৩৭/৪৬নং আল কোরআন একাডেমী
৩৮/৪৫নং এ্যাপোলো এন্টারপ্রাইজ
৩৯নং পদ্মা মাল্টিপারপাস
৪০নং লুক এ লাইক
৪১/৪১নং রিভার ভিউ হল
৪২নং লার্নিং পয়েন্ট
৪৩নং সার্ভেয়ার সেন্টার
৪৪নং এডঃ তুষার সিংহ হাজারী
৪৭নং এডঃ মোঃ হাবিবুল্লাহ
৪৮নং রিয়া ডাইনিং
৪৯নং মাহজাবীন
৫০নং নূর এন্ড ব্রাদার্স
৫১নং নিউ আল মারিফ ওভারসীজ
৫২নং নির্মান এসোসিয়েট
৫৩নং রহমান ল এসোসিয়েট
৫৪নং লাইট হাউস
৫৫নং সেলিম এন্টারপ্রাইজ
৫৬নং ডোর ফেয়ার
৫৭নং কনকচাঁপা
৫৮নং নিশান মাল্টিপারপাস
৫৯/৬০নং তারিন বিউটি পার্লার
৬১নং
৬২নং আল কোরআন লাইব্রেরি
৬৩নং এম আর আর ইন্টাঃ
৬৪/৬৫নং যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র
৬৬নং পারফেক্ট ডেন্টাল সার্জারী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sangbad, Protidiner। "জমে উঠেছে চট্টগ্রামে ঈদ কেনাকাটা"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  2. Azadi, Dainik (২০২২-০৮-৩১)। "চসিক ম্যাজিস্ট্রেট নেলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪