আদি পিনিশেঠি
ভারতীয় অভিনেতা
আদি পিনিশেঠি হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি প্রাথমিকভাবে তামিল ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। ২০০৬ সালে তেলুগু চলচ্চিত্র ওকা `ভি` চিত্রামের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, এবং পরিচালক এস. শংকর কর্তৃক প্রযোজিত ২০০৯-এর চলচ্চিত্র এরামের মাধ্যমে একটি বড় বিরতিতে যান।[১] তার বাবা রবি রাজা পিনিশেঠি, সর্বমোট ৫৬টি চলচ্চিত্র পরিচালনা করেন।[২]
আদি পিনিশেঠি | |
---|---|
জন্ম | সাঁই প্রদীপ পিনিশেঠি |
অন্যান্য নাম | আদি |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পিতা-মাতা | রবি রাজা পিনিশেঠি (বাবা) |
প্রাথমিক জীবন
সম্পাদনাআদি চেন্নাইয়ে সাঁই প্রদীপ পিনিশেঠি হিসেবে রবি রাজা পিনিশেঠির ঘরে জন্মগ্রহণ করেন। তার মাতৃভাষা হচ্ছে তেলুগু, কিন্তু তিনি চেন্নাইয়ে জন্ম ও বেড়ে উঠার পর থেকে তামিল ভালো বলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Eeram' Aadhi, again a cop in RGV's film"। Kollywood Today। ১৭ সেপ্টেম্বর ২০০৯। ১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Bollywood News – Actor Aadhi talks about his future plans..."। Jointscene.com। ১৪ সেপ্টেম্বর ২০০৯। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আদি (ইংরেজি)