আদি খ্রিস্টধর্ম বা আদি মণ্ডলী বা প্যালিও-খ্রিস্টধর্ম নিকিয়ার প্রথম পরিষদ পর্যন্ত খ্রিস্টধর্মের ঐতিহাসিক যুগকে বর্ণনা করে। ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে, রোমান সাম্রাজ্য জুড়ে এবং এর বাইরেও খ্রিস্টধর্ম ছড়িয়ে পড়ে। অগ্রগতিটি পূর্ব ভূমধ্যসাগর জুড়ে পবিত্র ভূমিইহুদি প্রবাসীদের মধ্যে প্রতিষ্ঠিত ইহুদি কেন্দ্রগুলির সাথে যুক্ত ছিল৷ খ্রিস্টধর্মের প্রথম অনুসারীরা ছিলেন ইহুদিরা যারা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, সেইসাথে ফিনিশীয়, অর্থাৎ লেবানীয় খ্রিস্টানরা[] আদি খ্রিস্টধর্মে প্রেরিত যুগ রয়েছে এবং এর পরে পিতৃতান্ত্রিক যুগ রয়েছ।

আদি খ্রিস্টানরা যিশুর এক বা একাধিক প্রেরিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার কিছু পরে জেরুজালেম থেকে বিচ্ছুরিত হয়েছিল। তারা গির্জায় জড়ো হতো,[] বর্তমানে যেগুলো সমাবেশ বা মণ্ডলী নামে পরিচিত।[][]

অনেক আদি খ্রিস্টান ছিলেন বণিক এবং অন্যান্য যাদের এশিয়া মাইনর, আরব উপদ্বীপ, বলকান অঞ্চল, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে ভ্রমণের বাস্তব কারণ ছিল।[][][] ১০০ সালের মধ্যে ৪০ টিরও বেশি সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল,[][] অনেকগুলো আনাতোলিয়া (এশিয়া মাইনর)তে, যেমন এশিয়ার সাতটি মণ্ডলীপ্রথম শতাব্দীর শেষের দিকে, খ্রিস্টধর্ম রোম, ইথিওপিয়া, আলেকজান্দ্রিয়া, সিরিয়া, আর্মেনিয়া ও গ্রিসে ছড়িয়ে পড়েছিল, যা শেষ পর্যন্ত সারা বিশ্বে খ্রিস্টধর্মের ব্যাপক বিস্তারের ভিত্তি হিসেবে কাজ করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Khalaf, Salim G. (মার্চ ২০১৩)। "Jesus Visits Phoenicea"Touristica International। নং 49। পৃষ্ঠা 22–35। সংগ্রহের তারিখ মে ২৮, ২০২৪ 
  2. Paul, for example, greets a house church in Romans16:5.
  3. ἐκκλησία. Liddell, Henry George; Scott, Robert; পারসিয়াস প্রজেক্টে এ গ্রিক–ইংলিশ লেক্সিকন.
  4. Bauer lexicon, the most highly respected dictionaries of Biblical Greek
  5. Vidmar 2005, পৃ. 19-20।
  6. Hitchcock, Susan Tyler; Esposito, John L. (২০০৪)। Geography of Religion: Where God Lives, where Pilgrims Walk (ইংরেজি ভাষায়)। National Geographic Society। পৃষ্ঠা 281। আইএসবিএন 978-0-7922-7313-4By the year 100, more than 40 Christian communities existed in cities around the Mediterranean, including two in North Africa, at Alexandria and Cyrene, and several in Italy. 
  7. Bokenkotter, Thomas S. (২০০৪)। A Concise History of the Catholic Church (ইংরেজি ভাষায়)। Doubleday। পৃষ্ঠা 18। আইএসবিএন 978-0-385-50584-0The story of how this tiny community of believers spread to many cities of the Roman Empire within less than a century is indeed a remarkable chapter in the history of humanity. 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা