আত্মজ (চলচ্চিত্র)
আত্মজ নব্যেন্দু চট্টোপাধ্যায় রচিত ও পরিচালিত ১৯৯০ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেন রাজকুমার জৈন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন গৌরী ঘোষ, অর্জুন চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, পার্থসারথি দেব। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন খোকন চৌধুরী।[১]
আত্মজ | |
---|---|
পরিচালক | নব্যেন্দু চট্টোপাধ্যায় |
প্রযোজক | রাজকুমার জৈন |
চিত্রনাট্যকার | নব্যেন্দু চট্টোপাধ্যায় |
কাহিনিকার | সেবাব্রত চৌধুরী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | খোকন চৌধুরী |
চিত্রগ্রাহক | গৌর পোদ্দার |
সম্পাদক | নিকুঞ্জ ভট্টাচার্য |
পরিবেশক | শিল্প ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯০ সালের ৭ই সেপ্টেম্বর মুক্তি পায়[২] ও পরবর্তীকালে ১৯৯৩ সালের ৩০শে এপ্রিল পুনঃমুক্তি দেওয়া হয়।[৩] এটি ৩৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে।[৪]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- গৌরী ঘোষ
- অর্জুন চক্রবর্তী
- মেঘনাদ ভট্টাচার্য
- পার্থসারথি দেব
- সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়
- রত্না সরকার মণ্ডল
- মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়
- নিরঞ্জন রায়
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৯১ | ৩৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক | নব্যেন্দু চট্টোপাধ্যায়, রাজকুমার জৈন | বিজয়ী | [৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চিত্র বিবরণ - আত্মজ"। বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Atmaja"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "আত্মজ (১৯৯৩)"। বাংলাসিনেমা১০০। তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "38th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আত্মজ (ইংরেজি)