আণ্ডিমঠম

ভারতের একটি গ্রাম
(আণ্ডিমড়ম থেকে পুনর্নির্দেশিত)

আণ্ডিমঠম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আরিয়ালুর জেলার একটি ছোট শহর। শহরটি আণ্ডিমঠম ব্লকের সদর, এটি "ল্যান্ড অফ সিমেন্ট" বা সিমেন্টের অঞ্চল নামে পরিচিত। শহরটির উপর দিয়ে তিনটি তামিলনাড়ু রাজ্য সড়ক দীর্ঘায়িত হয়েছে।

আণ্ডিমঠম
ஆண்டிமடம்
আণ্ডিয়ার মঠম
শহর
আণ্ডিমঠম তামিলনাড়ু-এ অবস্থিত
আণ্ডিমঠম
আণ্ডিমঠম
আণ্ডিমঠম ভারত-এ অবস্থিত
আণ্ডিমঠম
আণ্ডিমঠম
তামিলনাড়ুতে আণ্ডিমঠমের অবস্থান
স্থানাঙ্ক: ১১°২০′৭″ উত্তর ৭৯°২২′৩৩″ পূর্ব / ১১.৩৩৫২৮° উত্তর ৭৯.৩৭৫৮৩° পূর্ব / 11.33528; 79.37583
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাআরিয়ালুর
জনসংখ্যা (২০১১)
 • মোট৬,১৬৫[]
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬২১৮০১
টেলিফোন কোড০৪৩৩১
যানবাহন নিবন্ধনTN-61 (টিএন-৬১)
তটরেখা০ কিলোমিটার (০ মা)
নিকটতম শহরজয়ঙ্কোণ্ডম
লিঙ্গানুপাত৯৮৪ ♂/♀[]
সাক্ষরতার হার৮০.৬৭%[]
লোকসভা নির্বাচন কেন্দ্রচিদম্বরম

নামকরণ

সম্পাদনা

আণ্ডি হলো অব্রাহ্মণ তামিল শৈব্য এবং মঠম হলো উপাসনালয়

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে আণ্ডিমড়ম শহরের জনসংখ্যা ছিল ৬,১৬৫ জন, যার মধ্যে ৩,১০৭ জন পুরুষ এবং ৩,০৫৮ জন নারী।[] ‌ছয় বছর অনূর্ধ্ব শিশুর সংখ্যা ৬১৩। মোট পরিবার সংখ্যা ১,৫৩৪ টি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পর্যায়ভুক্ত জনসংখ্যা যথাক্রমে ৮১৮ ও ২৩৮ জন। শহরটির মোট সাক্ষরতার হার ৮০.৬৭ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৮.৯৩ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৭২.৩৮ শতাংশ।[]

আণ্ডিমড়ম জেলা সদর আরিয়ালুর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি রাজধানী চেন্নাই থেকে ২৪২ কিলোমিটার দক্ষিণে, তিরুচিরাপল্লী থেকে ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং গঙ্গাইকোণ্ড চোলপুরম থেকে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

 
আণ্ডিমড়মে অবস্থিত অগস্ত্যেশ্বর মন্দির

দর্শনীয় স্থান

সম্পাদনা

আণ্ডিমড়ম শহরের কেন্দ্রস্থলে একটি পুরাতন শিব মন্দির রয়েছে।[] অগস্ত্য মুনি এই মন্দিরের শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। শিবলিঙ্গকে কেন্দ্র করে মন্দির নির্মাণ করেছিলেন চোল রাজারা। মূল মন্দির কে কেন্দ্র করে মোট পাঁচটি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে।

 
অগস্ত্যেশ্বর মন্দিরের ভেতরের দৃশ্য
 
নিকটবর্তী সুব্রহ্মণ্যপুরমে অবস্থিত মুরুগান মন্দির

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা