আঞ্জাম
আঞ্জাম (হিন্দি: अंजाम, উর্দু: انجام,, [Anjaam - Consequence / End Result] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য), বাংলা: ঋণাত্মক পরিণতি) এটি ১৯৯৪ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন রাহুল রাযাইল। ছবিটি পরিচালনা করেছেন রাহুল রাযাইল. ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত ও শাহরুখ খান। এছাড়াও কয়েকটি গুরুপ্তপুর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক তিজরি, জনি লিভার, হিমানী শিভপুরি, তিন্নু আনন্দ, কল্পনা ইয়ের ও কিরণ কুমার।
আঞ্জাম | |
---|---|
পরিচালক | রাহুল রাযাইল |
প্রযোজক | মহারুখ জকী রিতা রাযাইল |
রচয়িতা | সুতানু গুপ্ত রুমি জাফরে গৌতম রাজাধ্যাক্ষা |
শ্রেষ্ঠাংশে | মাধুরী দীক্ষিত শাহরুখ খান জনি লিভার হিমানী শিভপুরি দীপক তিজরি |
সুরকার | আনন্দ-মিলিন্দ |
চিত্রগ্রাহক | সমীর আরিয়া |
সম্পাদক | সুরেশ চাতুর্ভেদী |
পরিবেশক | এলবাটরস ফিল্ম বি৪ইউ এন্টারটেনমেন্ট ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি | ২২ এপ্রিল, ১৯৯৪ |
স্থিতিকাল | ১৭১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
এই ছবিতে অভিনয়ের মাধ্যমে মাধুরী দীক্ষিত ও শাহরুখ খান প্রথম একসঙ্গে কাজ করেন। ভারতের বক্স-অফিসের ঘোষণা অনুযায়ী ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি,[১] কিন্তু প্রধান তারকাদের সন্তোষজনক পর্যালোচনা পেয়েছে। মাধুরী দীক্ষিত তাঁর সু-অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এর শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে মনোনীত হন কিন্তু হাম আপকে হ্যায় কোন...! ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। শাহরুখ খান শ্রেষ্ঠ ভিলেন হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন আগের বছর যশ চোপড়ার চলচ্চিত্র ডর।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শাহরুখ খান বিজয় অগ্নিহোত্রী
- মাধুরী দীক্ষিত - শিবানী চোপড়া
- দীপক তিজরি - অশোক চোপড়া
- জনি লিভার - চম্পা চামেলি
- হিমানী শিভপুরি - নিশা
- সুধা চন্দ্রন - শিবানী'র বোন
- বিনা - পদ্মা অগ্নিহোত্রী
- কিরণ কুমার - অর্জুন সিং
- বেবি গাজালা - পিংকি চোপড়া
- তিন্নু আনন্দ - মোহনলাল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Box Office 1994"। BoxOfficeIndia.Com। ২০১৩-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আঞ্জাম (ইংরেজি)