আজ অউর কাল (১৯৬৩-এর চলচ্চিত্র)
আজ অউর কাল (হিন্দি: आज और कल, অনুবাদ 'আজকে এবং কালকে') হচ্ছে ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। বসন্ত জোগলেকারের পরিচালনায় চলচ্চিত্রটিতে সুনীল দত্ত, নন্দা, তনুজা এবং অশোক কুমার অভিনয় করেছিলেন।[১] চলচ্চিত্রটির 'মুঝে গালে সে লাগা লো' গানটি জনপ্রিয়তা পেয়েছিলো, গানটি আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফি গেয়েছিলেন।[২]
আজ অউর কাল | |
---|---|
পরিচালক | বসন্ত জোগলেকার |
প্রযোজক | বসন্ত জোগলেকার পঞ্চদ্বীপ চিত্রা |
রচয়িতা | পি এল দেশপাণ্ডে আখতার-উল-ঈমান (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | সুনীল দত্ত অশোক কুমার নন্দা তনুজা |
সুরকার | রবি |
চিত্রগ্রাহক | বল এম. জোগলেকার |
সম্পাদক | চিন্তামণি বোরকার |
মুক্তি | ১৯৬৩ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- অশোক কুমার - মহারাজা বলবীর সিংহ
- সুনীল দত্ত - ডাক্তার সঞ্জয়
- নন্দা - রাজকুমারী হেমলতা 'হেমা'
- তনুজা - রাজকুমারী আশালতা 'আশা'
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Devesh Sharma (২৩ সেপ্টেম্বর ২০২০)। "Best Tanuja Movies"। filmfare.com।
- ↑ Sonal Pandya (৮ জানুয়ারি ২০১৯)। "10 notable songs of Nanda – Birth anniversary special"। cinestaan.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আজ অউর কাল (ইংরেজি)