আজি (সংবাদপত্র)
আজি বা আজি অসমীয়া দৈনিক ( অসমীয়া: আজি) ভারতের আসামের গুয়াহাটিতে প্রকাশিত একটি অসমীয়া ভাষার সংবাদপত্র। (আজি = আজ)
২৪ শে মার্চ ২০০৯ এ পত্রিকার নির্বাহী সম্পাদক অনিল মজুমদার গুলিবিদ্ধ ও নিহত হন। সাম্প্রতিক বছরগুলিতে মজুমদার পেপারটিকে পুনরায় জাগিয়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিলেন।
সম্ভবত তাকে টার্গেট করা হয়েছিল কারণ তিনি " উলফা এবং সরকারের মধ্যে আলোচনার পক্ষে ছিলেন"। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Telegraph India"। ৩০ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০০৯।