আজিলিসেস
আজিলিসেস খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একজন ইন্দো-সিথিয় শাসক ছিলেন।
আজিলিসেস | |
---|---|
ইন্দো-সিথিয় শাসক | |
পূর্বসূরি | প্রথম আজেস |
উত্তরসূরি | দ্বিতীয় আজেস |
মুদ্রা
সম্পাদনাআজিলিসেসের নামাঙ্কিত যে সকল দ্বিভাষী মুদ্রা আবিষ্কৃত হয়েছে, তার কয়েকটিতে এক পিঠে খরোষ্ঠী লিপিতে আজিলিসেসের নাম (রাজাতিরাজস মহতস অয়িলিসস) উৎকীর্ণ থাকলেও মুদ্রাগুলির অপর পিঠে ইন্দো-সিথিয় শাসক প্রথম আজেসের নাম (বাসিলেওস বাসিলেওন মেগালোউ আজোউ) গ্রিক লিপিতে উৎকীর্ণ রয়েছে। সেই কারণে হোয়াইটহেড এই দুই শাসককে একই ব্যক্তি বলে মনে করেছেন,[১] কিন্তু উইলিয়াম উডথর্প টার্ন তাদের দুইজনকে সমকালীন দুইজন শাসক হিসেবে চিহ্নিত করেছেন।[২] ম্যাকডাওয়েলের মনে করেছেন যে, প্রথম আজেসের মুদ্রার ওপর নিজের নাম উৎকীর্ণ করার কারণে আজিলিসেস প্রথম আজেসের পরবর্তী শাসক ছিলেন।[৩] এই সকল মুদ্রায় আজিলিসেসের অশ্বারূঢ় চাবুকধারী প্রতিকৃতি মুদ্রিত রয়েছে। তার অপর একটি মুদ্রায় ভারতীয় দেবী লক্ষ্মীর মূর্তি খোদাই করা রয়েছে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ R. B. Whitehead, Catalogue of Coins in the Punjab Museum I, Oxford, 1914, pp. 132.
- ↑ W. W. Tarn, The Greeks in Bactria and India, 2nd ed., Cambridge, 1951, p. 348
- ↑ MacDowall, D. W. (ডিসেম্বর ১৫, ১৯৮৮)। "Azilises"। Encyclopedia Iranica। আইএসএসএন 2330-4804। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১৮।
- ↑ Senior, R. C. (জুলাই ২০, ২০০৫)। "Indo-Scythian Dynasty"। Encyclopedia Iranica। আইএসএসএন 2330-4804। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১৬।
আজিলিসেস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী প্রথম আজেস |
ইন্দো-সিথিয় শাসক | উত্তরসূরী দ্বিতীয় আজেস |