আজিজ কোর্ট ইম্পেরিয়াল

আজিজ কোর্ট ইম্পেরিয়াল হল চট্টগ্রামের একটি গগনচুম্বী অট্টালিকা যেটি শহরের আগ্রাবাদে অবস্থিত। ভবনটির উচ্চতা ১১২ মিটার ও এটি বত্রিশতলা বিশিষ্ট। ভবনটির নির্মাণকাজ ২০১৪ সালে শুরু হয় এবং ২০১৭ সালে ইমারতটির নির্মাণকাজ সম্পন্ন হয়। ভবনটি চট্টগ্রামের সবচেয়ে উচ্চতম ভবন এবং বাংলাদেশের পঞ্চম উচ্চতম ভবন।[]

আজিজ কোর্ট ইম্পেরিয়াল
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
অবস্থাসম্পন্ন
ধরনঅফিস
অবস্থান১৪১৩/১৪১৪ কমার্স কলেজ রোড, চট্টগ্রাম-৪১০০, বাংলাদেশ
ঠিকানাআগ্রাবাদ
শহরচট্টগ্রাম
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২২°১৯′৪২″ উত্তর ৯১°৪৮′৫৪″ পূর্ব / ২২.৩২৮৩৯৮৯° উত্তর ৯১.৮১৪৯৩৮২° পূর্ব / 22.3283989; 91.8149382
স্বত্বাধিকারীআজিজ গ্রুপ
উচ্চতা
স্থাপত্য১১২ মিটার (৩৬৭ ফুট)
শীর্ষবিন্দু পর্যন্ত১১২ মিটার (৩৬৭ ফুট)
কারিগরি বিবরণ
তলার সংখ্যা৩২
নকশা ও নির্মাণ
নির্মাতাআজিজ গ্রুপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aziz Court Imperial"। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯