আজিজুল ইসলাম (সংসদ সদস্য)
আজিজুল ইসলাম হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে যশোর-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[২]
আজিজুল ইসলাম | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪[১][২] | |
পূর্বসূরী | শাহীন চাকলাদার |
নির্বাচনী এলাকা | যশোর-৬ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কেশবপুর,যশোর জেলা, বাংলাদেশ | ১৫ এপ্রিল ১৯৯৫
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | আয়ান (ছেলে) |
পিতামাতা | খন্দকার রফিকুজ্জামান (পিতা) |
প্রারম্ভিক ও শিক্ষাজীবন
সম্পাদনাতিনি যশোর কেশবপুর উপজেলার একটি মুসলিম পরিবারে ১৫ এপ্রিল ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা খন্দকার রফিকুজ্জামান একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার পিতা ২০১৬ সালে মৃত্যু বরন করেন। তার ৩ ভাই রয়েছে। তিনি কিশোর বয়সে আশরাফুল উলূম মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করেছেন। [৩]
রাজনীতি জীবন
সম্পাদনা২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল যশোর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[২][৬][৭][৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত – DW – 06.08.2024"। dw.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ ক খ গ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কণ্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪।
- ↑ "MD. AZIZUL ISLAM"। Bangladesh Parliament। ৩ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪।
- ↑ "২৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ এমপি হয়ে আলোচনায় আজিজ"। দৈনিক ইত্তেফাক। ১০ জানুয়ারি ২০২৪।
- ↑ "সবচেয়ে কম বয়সী এমপি যশোর-৬ আসনের আজিজুল ইসলাম"। ডিবিসি নিউজ ২৪। ৯ জানুয়ারী ২০২৪।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।