আজিজুর রহমান আজিজ
অন্য ব্যবহারের জন্য, দেখুন আজিজুর রহমান (দ্ব্যর্থতা নিরসন)।
আজিজুর রহমান আজিজ | |
---|---|
জন্ম | আজিজুর রহমান আজিজ ১৪ জানুয়ারি ১৯৪৪ মাদারীপুর, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৯ অক্টোবর ২০২৩ মিরপুর, ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৯)
পেশা | কবি, উপন্যাসিক, সচিব, সাবেক প্রধান তথ্য কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের গভর্নর এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। । প্রতিষ্ঠাতা = শিরিন জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ(উনার মায়ের নামে প্রতিষ্ঠিত |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
সময়কাল | ১৯৮০ – ২০২৩ |
ধরন | কবিতা, গল্প, উপন্যাস |
বিষয় | গ্রামীণ ও শহুরে জীবন, নারী, মুক্তিযুদ্ধ, শাহবাগ আন্দোলন। |
উল্লেখযোগ্য রচনাবলি | প্রজম্নের পদাবলী মেঘের ঘরে বসত বাড়ি দহন ক্ষরন অন্তরে বাইরে |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি ফেলোশিপ (২০২১), যুক্তরাজ্যের ক্যামব্রিজ থেকে ‘ম্যান অফ দ্যা ইয়ার’ এওয়ার্ড, মাইকেল মধুসুধন দত্ত পদক। |
আজিজুর রহমান আজিজ (১৪ জানুয়ারি ১৯৪৪ ১০ – অক্টোবর ২০২৩) একজন বাংলাদেশী সাবেক সচিব, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সুরকার, এবং গীতিকার ছিলেন। তিনি কবি খ্যাতিতেই বেশি পরিচিত ছিলেন, বিশেষ করে তিনি তার প্রজম্ন এবং বন্ধু, অণুসারী ও পরিচিত সম্প্রদায়ের মাঝে “এই শহরের জীবন্ত কবি” নামেই পরিচিত। তিনি ১৯৮০ সাল থেকে লেখালেখি করেছেন। তার প্রকাশিত বহু গল্প, কবিতা ও উপন্যাস, এবং গান পাঠক সমাজে অনেক জনপ্রিয়। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। এর পূর্বে তিনি তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ছিলেন [১][২]। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[৩]
জন্ম ও পরিবার
সম্পাদনাআজিজুর রহমান ১৯৪৪ সালের ১০ই জানুয়ারি বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম শিরিন জাহান।
শিক্ষা জীবন
সম্পাদনাআজিজুর রহমান আজিজ মাদারীপুরের কালামৃধা জিও উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক্যুলেশন পাশ করেন এবং সরকারী রাজেন্দ্র কলেজ থেকে এন্ট্রান্স পাশ করেন। পরবর্তীতে তিনি মাদারীপুরের খাজা নাজিমউদ্দিন কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যের উপরে স্নাতোকত্তোর ডিগ্রি লাভ করেন। এর কিছু বছর পরে তিনি যুক্তরাজ্যের কুইন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় অফ ম্যানচেস্টারে পড়াশোনা করতে যান।
সাহিত্য কর্ম
সম্পাদনাএ পর্যন্ত আজিজুর রহমান আজিজ ৬৫ গ্রন্থ; উপন্যাস, অসংখ্য কাব্যগ্রন্থ, শিশুতোষ গ্রন্থ লিখেছেন এবং তার লেখা নিয়ে চলচ্চিত্র হয়েছে। তিনি অনেক গান লিখেছেন, গান গেয়েছেন এবং গানে সুর দিয়েছেন [৪]।
উপন্যাস
সম্পাদনালেখক ও কথা সাহিত্যিক আজিজুর রহমান আজিজ এর উল্লেখযোগ্য উপন্যাসঃ
- বিনষ্টপ্রেম (১৯৮৭, বইঘর চট্টগ্রাম)
- সত্যসুন্দর আনন্দ (১৯৯২, অনিন্দ্য প্রকাশন)
- মাধুরী এবং অন্যান্য (১৯৯৩, নিখিল প্রকাশন)
- কারাগার কাবাবাস (১৯৯২, অনিন্দ্য প্রকাশনা)
- অন্য প্রজাপতি (১৯৯৩, অণুপম প্রকাশন)
- সুদুরের রঙধনু (১৯৮৭, মুক্তধারা)
- দূর থেকে দূরে (১৯৮৬, সাহিত্য সংসদ)
- অনিতা (১৯৯৪, নিখিল প্রকাশন)
- বিপন্ন বাসর (১৯৯৪, অনিন্দ্য প্রাকশন)
- আহত প্রেম (১৯৯৫, দোলনা প্রকাশন চট্টগ্রাম)
- কালো যদি মন্দ তবে (১৯৯৫, শিখা প্রকাশন)
- যখন আন্দামানে (১৯৯৭, হাক্কানি পাবলিকেশন ২য় সংস্করন)
- মধ্যরাতের সংলাপ (১৯৯৮) পাথরের কান্না (১৯৯৮, নিখিল প্রকাশন)
- চন্দন কাঠের সিড়ি (১৯৯৯, শিখা প্রকাশন)
- অশ্র জলে (১৯৯৮, আগামী)
- বসন্তকাদে (২০০০)
- জীবন ও হৃদয় কাব্য (২০০৭, পারিজাত)
- শহরতলীর কাব্য (২০০৮, নিখিল প্রকাশন)
- যখন আন্দামানে (১৯৯৬, হাক্কানী পাবলিকেশন)
- সময় যেভাবে কাটে (২০১২)
- অপারেশন থিয়েটার চারঘণ্টা,
- নীল গোলাপ,
- দুটি চিঠি ও অতঃপর,
- দহন ক্ষরন অন্তরে বাইরে।
কাব্যগ্রন্থ
সম্পাদনা- বিষন্ন সংলাপ (১৯৮২, বইঘর চট্টগ্রাম),
- তবুও বেচে আছি (১৯৮২, বইঘর চট্টগ্রাম),
- নীরস্তর, অন্তরে, (১৯৯৬, শিখা প্রকাশন),
- বিরতিহীন সংলাপ, (১৯৮১, বইঘর চট্টগ্রাম)
- তোমাকে ঘিরে (১৯৭৬, আলোক পাবলির্সাস),
- হেড লাইনের সংবাদ (১৯৯০, দোলল পাবলির্সাস চট্টগ্রাম),
- * এখন কারো না কারো কিছু বলা উচিত (১৯৯৬ ফেব্রুয়ারি, শিখা প্রকাশন),
- তোমাকেতো কিছু বলিনি ( ১৯৯৮, অণুপম প্রকাশন),
- অনন্ত নগরে যাবো (১৯৯৮, তিন খণ্ডে বিদ্যাপ্রকাশন),
- এই প্রেম অনন্ত বিরহ (১৯৯৮, তিন খন্ড বিদ্যাপ্রকাশ)
- হৃদয়কে করি খন্ড খন্ড (১৯৯৮, আগামী),
- বৃষ্টি জালে হৃদয় সমুদ্দূর (২০০০),
- তখনো রাত এখনো আঁধার (২০১১ ফেব্রুয়ারি, নিখিল প্রকাশ)
গল্পঃ অরন্যে পাপ (১৯৮৩, দোলন প্রকাশন, চট্টগ্রাম), প্রজম্নের পদাবলী (২০১৪), মেঘের ঘরে বসত বাড়ি (২০১৪)।
শিশুতোষ
সম্পাদনাদরবেশ পাখি (১৯৯৮, অনন্যা) দ্বিতীয় সংস্করন সময় প্রকাশন, আজো স্বাধীনতার গল্প বলি (১৯৯১, সময়), অচিনদেশের অচিন কথা (১৯৯২, সময়), আকাশ অনন্ত অহনা-র ছড়া, পরীর রাজ্য করলো যারা জয়, মিথ্যে রাজার দেশে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সম্পাদনাজলের মেয়ে- ইউনিভার্সিটি ফ্লিল্মস পূর্ন দৈর্ঘ্য চলচ্চিত্র প্রেম শুধু প্রেম- লেখকের অন্য প্রজাপতি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন ইউনিভার্সিটি ফিল্মস লিঃ।
পুরস্কার
সম্পাদনা- বাংলা একাডেমি ফেলোশিপ (২০২১) [৫]
- স্বনির্ভর প্রকল্প কর্তৃক ব্রোঞ্জ পদক,
- আয়োজক হিসাবে স্বেচ্ছাসেবী গণ অংশগ্রহণ কর্তৃক স্বর্ণ পদক, এবিএল (ইন্টেল ডিস্টিস্টেড লিডারশিপ) পুরস্কার।
- যশোর (ঢাকা ভিত্তিক) রেনেসাঁস সাংস্কৃতিক সংসদ পুরস্কার,
- ত্রি-তরঙ্গ সাহিত্য পদক চট্টগ্রাম,
- মাইকেল মধুসূদন পুরস্কার ঢাকা,
- রিশিজা সাহিত্য পুরস্কার ঢাকা,
- পলক সাহিত্য পুরস্কার ঢাকা,
- কালা ধনী সাহিত্য পুরস্কার ঢাকা,
- শের-ই-বাংলা সাহিত্য পদক ঢাকা,
- যুক্তরাষ্ট্র ক্যামব্রিজ ভিত্তিক গ্রন্থাগারিক কেন্দ্র, ১৯৯৮ সালের 'বর্ষসেরা ব্যক্তি' পুরস্কার।
মৃত্যু
সম্পাদনাআজিজুর রহমান ৯ অক্টোবর ২০২৩ সালে ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ তথ্য কমিশন অফিস পাবার অপেক্ষায় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, ডেইলী স্টার, ২৮ নভেম্বর ২০১৩ ইং
- ↑ তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট
- ↑ "মতিয়া চৌধুরীসহ বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাত ব্যক্তিত্ব"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
- ↑ ‘মেঘলা দিনে’ জেরীন, প্রথম আলো, জুলাই ০৭, ২০১৩
- ↑ "বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার ও ফেলোশিপ পেলেন যারা"। সমকাল। ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।
- ↑ "সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা এম. আজিজুর রহমান আর নেই"। কালবেলা। ২০২৩-১০-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১০।
বহিঃসংযোগ
সম্পাদনালেখক, কবি বা নাট্যকার বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |