আজাদ (১৯৫৫-এর চলচ্চিত্র)

আজাদ এস. এম. শ্রীরামুলু নাইডু প্রযোজিত ও পরিচালিত ১৯৫৫ সালের ভারতীয় হিন্দি ভাষার মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি পরিচালক নাইডুর নিজের ১৯৫৪ সালে তামিল ভাষায় মালাইক্কালান-এর পুনর্নির্মাণ।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিলীপ কুমারমীনা কুমারী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন প্রাণ, ওম প্রকাশরাজ মেহরা। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন সি. রামচন্দ্র

আজাদ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকএস. এম. শ্রীরামুলু নাইডু
প্রযোজকএস. এম. শ্রীরামুলু নাইডু
চিত্রনাট্যকাররাজেন্দ্র কৃষ্ণন
কাহিনিকারবেঙ্কটরাম রামলিঙ্গম পিল্লাই
উৎসএস. এম. শ্রীরামুলু নাইডু কর্তৃক 
মালাইক্কালান
শ্রেষ্ঠাংশে
সুরকারসি. রামচন্দ্র
চিত্রগ্রাহকশৈলেন বোস
সম্পাদকবেলুস্বামী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপক্ষীরাজা স্টুডিওজ
মুক্তি
  • ১ জুলাই ১৯৫৫ (1955-07-01)
স্থিতিকাল১৫১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়২.৯০ কোটি[]

১৯৫৫ সালের ১লা জুলাই মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র[] এবং সেই দশকের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। চলচ্চিত্রটি ৩য় ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (দিলীপ), শ্রেষ্ঠ অভিনেত্রী (মীনা) ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক (রামচন্দ্র) বিভাগে চারটি মনোনয়ন লাভ করে এবং দিলীপ কুমার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • দিলীপ কুমার - কুমার / আজাদ / আবদুল রহিম খান
  • মীনা কুমারী - শোভা
  • প্রাণ - সুন্দর
  • ওম প্রকাশ - হেড কনস্টেবল মোতিলাল
  • রাজ মেহরা - সাব ইনস্পেক্টর
  • রনধীর - কেদারনাথ
  • বদ্রি প্রসাদ - চরনদাস
  • এস. নাজির - চন্দর
  • মুরাদ - জরিগদার
  • রমেশ সিনহা, বালাম, নিসার - আজাদের লোক
  • অচলা সচদেব - শান্তা
  • শাম্মী - জনকী
  • দীপা - পারো
  • সাঈ - চন্দা
  • সুব্বুলক্ষ্মী - গোপী

সঙ্গীত

সম্পাদনা

আজাদ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেন সি. রামচন্দ্র এবং গানের গীত লিখেন রাজেন্দ্র কৃষ্ণন। লেখক, সঙ্গীত বিশেষজ্ঞ ও চলচ্চিত্র সমালোচক রাজেশ সুব্রাহ্মণ্যম বলেন, নওশাদকে শুরুতে এই চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নাইডু তাকে এক মাসের মধ্যে সঙ্গীতায়োজন সমাপ্ত করতে বলতে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর রামচন্দ্র এই চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য চুক্তিবদ্ধ হন এবং রেকর্ড সময়ের মধ্যে গানগুলোর সুর করেন। এই চলচ্চিত্রের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে লতাঊষা মঙ্গেশকরের গাওয়া "আপলাম চাপলাম" ও লতার গাওয়া "না বোলে না বোলে"।[]

সকল গানের গীতিকার রাজেন্দ্র কৃষ্ণন; সকল গানের সুরকার সি. রামচন্দ্র

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."না বোলে, না বোলে"লতা মঙ্গেশকর 
২."কিতনি জওয়ান হ্যায় রাত"লতা মঙ্গেশকর 
৩."দেখো জি বাহার আয়ি"লতা মঙ্গেশকর 
৪."জা রি ও কারি বদরিয়া"লতা মঙ্গেশকর 
৫."পিকে দরস কো তরস"লতা মঙ্গেশকর 
৬."কিতনা হাসিন হ্যায় মৌসম"লতা মঙ্গেশকর, সি. রামচন্দ্র 
৭."আপলাম চাপলাম"লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর 
৮."বালিয়ে ও বালিয়ে"লতা মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর 
৯."মারনা ভি মোহব্বত মেঁ"রঘুনাথ যাদব 

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
৩য় ফিল্মফেয়ার পুরস্কার, ১৯৫৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Box Office 1955"বক্স অফিস ইন্ডিয়া। ৩০ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 
  2. "Azaad was what the doctor had prescribed for Dilip Kumar"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ৯ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 
  3. "Why Lata Mangeshkar cancelled song recordings"রেডিফ.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা