আজাদ হিন্দ দল
ভারতীয় স্বাধীনতা লীগের একটি শাখা
আজাদ হিন্দ দল ভারতীয় স্বাধীনতা লীগের এক শাখা সংগঠন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ কর্তৃক ইম্ফল দখলের পর ব্রিটিশ ভারতের প্রশাসনিকভার গ্রহণের নিমিত্ত এটি গঠিত হয়েছিল। সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ভারতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস তথা ভারতীয় প্রশাসনিক সেবার স্থানে ও পরিবর্তে এটি গড়েছিলেন এবং এটি সোভিয়েত ইউনিয়ন বা তৎকালীন ফ্যাসিস্ট রাষ্ট্রসমূহের একদলীয় রাজনৈতিক, আমলাতান্ত্রিক এবং নাগরিক প্রশাসনিক ব্যবস্থার মতো শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক চিন্তা-ভাবনার মধ্যে ছিল। ১৯৪৪ খ্রিস্টাব্দের এপ্রিল ও মে মাসে ইউ গো অভিযানে আজাদ হিন্দ ফৌজ ইম্ফল ও কোহিমার আশেপাশের ছোট ছোট অঞ্চল দখল করলে আজাদ হিন্দ দলকে আজাদ হিন্দ বাহিনীর সাথে সে সমস্ত অঞ্চলে প্রশাসনিক ও পুনর্বাসনের জন্য প্রেরণ করা হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- এমএল হওনার .তিহাসিক জার্নাল, খণ্ড। 15, নং 1। (মার্।, 1972), পিপি। 187–190।
- উইলিয়াম গোল্ড মরহুম Colonপনিবেশিক ভারতে হিন্দু জাতীয়তাবাদ এবং রাজনীতির ভাষা। কেমব্রিজ স্টাডিজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি (নং 11) .পি 256।
- পূর্ব এশিয়ার ভারতীয় জাতীয় সেনা । হিন্দুস্তান টাইমস
- ট্রিবিউন, চণ্ডীগড়।
- বক্তৃতা । ইওরোজবিপি.কম