আজব কারখানা

শবনম ফেরদৌসী পরিচালিত ২০২৪-এর চলচ্চিত্র

আজব কারখানা ২০২৪ সালের একটি বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদান ও সামিয়া জামানের প্রযোজনায় পরিচালনা করেছেন শবনম ফেরদৌসী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যা ২০২৪ সালের ১২ই জুলাই মুক্তি পায়।[]

আজব কারখানা
প্রচারণা পোস্টার
পরিচালকশবনম ফেরদৌসী
প্রযোজকসামিয়া জামান
রচয়িতাসৈয়দা নিগার বানু
শ্রেষ্ঠাংশে
সুরকারলাবিক কামাল গৌরব
চিত্রগ্রাহকএনামুল হক সোহেল
সম্পাদক
  • শঙ্খজিৎ বিশ্বাস
  • রাকিব রানা
মুক্তি
  • ১২ জুলাই ২০২৪ (2024-07-12)
স্থিতিকাল১২২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়শিল্পী

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

২০১৯ ও ২০২০ সালে ছবিটির চিত্রগ্রহণ করা হয়।

চলচ্চিত্রে ৫টি মৌলিক গান রয়েছে। এখানে প্রথমবারের মতো কবি হেলাল হাফিজের চারটি কবিতাকে গানে রূপায়ন করা হয়েছে। সংগীতায়োজন করেছে ব্যান্ড ভাইকিং এবং শিল্পী লাবিক কামাল গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন গৌরব নিজেই।

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২৪ সালের ১২ জুলাই বাংলাদেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পায়।

প্রদর্শনী

সম্পাদনা

চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে এবং দুটি পুরস্কারও জিতেছে। ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয়। একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয়। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে ‘গঙ্গা থেকে সিন’ চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫ মাল্টিপ্লেক্সে পরমব্রত-ইমির 'আজব কারখানা'"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা