আজগড়া ইউনিয়ন

খুলনা জেলার তেরখাদা উপজেলার একটি ইউনিয়ন

আজগড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার তেরখাদা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[] খুলনা শহর থেকে ১০ কি.মি. উত্তর-পূর্ব কোণে এবং তেরখাদা উপজেলা সদর থেকে ৯ কিঃ দক্ষিণ-

আজগড়া ইউনিয়ন
ইউনিয়ন
আজগড়া ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
আজগড়া ইউনিয়ন
আজগড়া ইউনিয়ন
আজগড়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
আজগড়া ইউনিয়ন
আজগড়া ইউনিয়ন
বাংলাদেশে আজগড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫২′২.৬″ উত্তর ৮৯°৩৯′২৮.১″ পূর্ব / ২২.৮৬৭৩৮৯° উত্তর ৮৯.৬৫৭৮০৬° পূর্ব / 22.867389; 89.657806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাতেরখাদা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানকৃষ্ণ মেনন রায়
সাক্ষরতার হার
 • মোট৪৬.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পশ্চিম কোণে আঠারবেকী নদীর পশ্চিম তীর ঘেষে ছোট-বড়ো মোট ৯টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে তেরখাদার উপজেলাধীন ১নং আজগড়া ইউনিয়ন৷ উত্তর খুলনার প্রবেশদ্বার আজগড়া ইউনিয়নটি মূলত বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি চাষের একটি উৎকৃষ্ট অঞ্চল হিসেবে পরিগণিত৷

অবস্থান ও আয়তন

সম্পাদনা

তেরখাদা উপজেলায় ১নং আজগড়া ইউনিয়নের আয়তন ৭৫ বর্গ কিঃ মিঃ। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়। এর উত্তরে বারাসাত ইউনিয়ন, পূর্বে রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন, দক্ষিণে রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন, ও পশ্চিমে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন

ইউনিয়নের মোট গ্রাম ৯টি-


  1. শেখপুরা,
  2. খড়বড়িয়া,
  3. আনন্দনগর,
  4. এগারো আমতলা,
  5. শ্রীপুর,
  6. বলরামপুর,
  7. মথুরাপুর,
  8. রামচন্দ্র পুর এবং
  9. আজগড়া। (উল্লেখ্য যে, আজগড়া গ্রামটি বিপ্র আজগড়া, বিরি আজগড়া ও রুস্তম আজগড়া নামে তিনটি অংশে বিভক্ত)৷

১. আঠারোবাকি নদী।

২.শালিকা নদী।

খাল

১. কানাই খামারি খাল। ২, তেতুল তলা খাল৷ ৩. কাটা খাল/সোতের খাল। ৪. দাশ পাড়া খাল ৫. মাইঝে জিলে খাল৷ ৬.বাসুয়াখালী খাল। ৭. থিয়ে খাল। ৮. শৈলমারী খাল। ৯. পাইটো খাল এবং ১০. ফেন্দীর খাল, ১১. চাকরখালী খাল৷

বিল

১. বিল বাসুয়াখালী।

২. পুটিমারি বিল।

৩. কোলা বিল৷

হাটবাজার

সম্পাদনা

১. শেখপুরা হাট

২. শ্রীপুর আনন্দ বাজার৷

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা
উচ্চমাধ্যমিক বিদ্যালয়

১) শ্রীপুর মধুসূদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

২) বিআরবি আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়৷

প্রাথমিক বিদ্যালয়

১.শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২. শেখপুরা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ ৩. আনন্দনগর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪. এগারো আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫. রুস্তম আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬. বিরি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ ৭. বিআরবি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮. বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৯. মথুরাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

দাখিল মাদ্রাসা

১) আনন্দনগর নেছারিয়া দাখিল মাদ্রাসা।

২) শেখপুরা-খড়বড়িয়া খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা৷

হাফিজিয়া মাদ্রাসা

১) শেখপুরা পশ্চিম পাড়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন সমূহ - তেরখাদা উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১