আগস্ট টেলর

মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী

আগস্ট টেলর (প্রকৃত নাম: মিশেল নোভাসিচ; জন্ম: ২৮ মে ১৯৯১[]) একজন মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী এবং ইরোটিক মডেল।

আগস্ট টেলর
জন্ম
মিশেল নোভাসিচ

(1991-05-28) ২৮ মে ১৯৯১ (বয়স ৩৩)
অন্যান্য নামনাদিয়া ভিলানোভা, অ্যাঞ্জেলিকা টেলর
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী
কর্মজীবন২০১৩-
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)

আগস্ট আমেরিকার জর্জিয়া রাজ্যে জন্মগ্রহণ করেন এবং অভিনেতা পিটার এডওয়ার্ড টাসিওটি এবং কেরেন নোভাসিচের কন্যা। তিনি ইতালীয়, ফিলিপিনো এবং চেক বংশের। তার ছয় ভাই-বোন আছে।

আগস্ট ২২ বছর বয়সে তার প্রথম পর্ণ তৈরি করেন যা ২০১৪ সালে মুক্তি পায়। একজন পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসাবে, তিনি ইভিল অ্যাঞ্জেল, জুলস জর্ডান ভিডিও, ডিজিটাল সিন, এলিগ্যান্ট অ্যাঞ্জেল, পিওর প্লে মিডিয়া, ব্যাংব্রোস, এর মতো বিশিষ্ট স্টুডিওতে কাজ করেছেন।

পুরস্কার

সম্পাদনা
বছর পুরস্কারের নাম বিভাগ ফলাফল
২০১৮ আরবান এক্স অ্যাওয়ার্ড বছরের সেরা মিল্ফ পারফর্মার মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "August Taylor"Pornopedia। ২০২৩-১১-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা